মুন্সীগঞ্জ লঞ্চঘাটে দুই নারীকে পেটানো সেই তরুণ আটক

ভিডিও থেকে নেওয়া

মুন্সীগঞ্জে দুই নারীকে পেটানো ও একটি লঞ্চে ভাঙচুরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. ফিরোজ কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পিকনিকের উদ্দেশ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে কিছু যাত্রী একটি লঞ্চ ভাড়া করে চাঁদপুরের মোহনপুর ঘুরতে যায়। ফেরার পথে তারা মুন্সীগঞ্জ লঞ্চঘাটে কেনাকাটার জন্য নামলে একদল স্থানীয় তরুণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

যাত্রীদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ এনে রাত ৮টার দিকে স্থানীয়রা লঞ্চে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, জিহাদ লঞ্চে থাকা দুই নারী যাত্রীকে বেল্ট দিয়ে পেটাচ্ছেন।

আরেকটি ভিডিওতে একদল যুবককে দ্বিতীয় তলার ডেকে এক নারীকে মারধর করতে দেখা যায়। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান ওসি সাইফুল।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জিহাদ বলেন, আমি ওদের ভালোর জন্যই এটা করেছি। লঞ্চে লুটপাট হচ্ছে দেখে আমি বন্ধুদের নিয়ে সেখানে যাই। সেখানে যাদের চিনি তাদেরকে নামিয়ে আনি। লঞ্চের দুই মেয়ের ওপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারতে চেয়েছিল স্থানীয়রা। তখন তারা আমাকে অনুরোধ করে, আমি যেন তাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করি। বড় ভাই হিসেবে আমি তখন তাদের দুই-একটা বাড়ি মারি। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে 'এমভি ক্যাপ্টেন' নামের লঞ্চটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।

পুলিশ জানায়, জিহাদসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। বাকি জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English
july declaration will be added to constitution

July Declaration grants 2024 uprising constitutional recognition

Martyrs to get status of 'national heroes', injured and participants to get legal protection

1h ago