বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান জানালেন নতুন পোপ

নতুন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি
নতুন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি

ক্যাথলিক চার্চের পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর রোববার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন পোপ লিও চতুর্দশ। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ-বিগ্রহ বন্ধের আহ্বান জানান তিনি।  

ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

'রেজিনা কোয়েলি' প্রার্থনায় অংশ নিতে রোববার হাজারো মানুষ সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হন। তারা উল্লাস, করতালি ও উৎসাহের সঙ্গে পতাকা উড়ান।

সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে পোপ লিও চতুর্দশ ভক্তদের বলেন, 'প্রিয় ভাই ও বোনেরা, শুভ রোববার।'

'আজকের নাটকীয় পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিরাজ করছে—যেমনটা (প্রয়াত) পোপ ফ্রান্সিস বারবার বলে গেছেন। আমি বিশ্বের শক্তিশালীদের উদ্দেশে বলছি আর চিরন্তন আহ্বানের পুনরাবৃত্তি করছি: আর যুদ্ধ নয়!'

শিকাগোতে জন্ম নেওয়া নতুন পোপ মাদার মেরির উদ্দেশে প্রার্থনার পর জনসম্মুখে কিছু বৈশ্বিক ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকীর কথা উল্লেখ করে বলেন, ওই যুদ্ধে ছয় কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পূর্বসূরী ফ্রান্সিসের মতো তিনিও ইউক্রেনে 'প্রকৃত, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি' প্রতিষ্ঠার আহ্বান জানান।

একইসঙ্গে তিনি গাজা উপত্যকার ঘটনাগুলোতে 'গভীরভাবে দুঃখ' প্রকাশ করে অবিলম্বে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান।

তিনি বলেন, 'ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে হবে এবং সকল জিম্মিদের মুক্তি দিতে হবে।'

 

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago