দুবাইয়ে বেনজীরের স্ত্রী জিশান মির্জার ২ ফ্ল্যাট জব্দের নির্দেশ

পুলিশের সাবেক আইজিপি বেনজীর ও তার স্ত্রী জীশান মীর্জা। ছবি: সংগৃহীত/কোলাজ
পুলিশের সাবেক আইজিপি বেনজীর ও তার স্ত্রী জীশান মীর্জা। ছবি: সংগৃহীত/কোলাজ

দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জার মালিকানাধীন দুটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই আদেশে দুবাইয়ের এমিরেটস এনবিডি ব্যাংকে জিশান মির্জার নামে রাখা ১ লাখ ৬২ হাজার ৬৮২ দিরহাম জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।

দুদক জানায়, দুবাইয়ের আল ওয়াসি এলাকায় সিটি ওয়াক রেসিডেন্সিয়াল বিল্ডিং-২ এবং বুর্জ খলিফার কাছে ফাউন্টেইন ভিউ রেসিডেন্স-১ এ জিশান মির্জার নামে দুই ফ্ল্যাট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, যার বর্তমান বাজারমূল্য মোট ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৮৬৪ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি টাকা।

আবেদনে দুদক বলছে, জিশান মির্জা তার সম্পদ বিবরণীতে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের বাইরে ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার সম্পদ অর্জন করেছেন। অবৈধ অর্থ দিয়ে তিনি দুবাইয়ে ফ্ল্যাট কিনেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, জিশান মির্জা তার অবৈধ সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। এটা ঠেকাতে এই সম্পদ জব্দ করা প্রয়োজন।

আদালত দুদককে এ জব্দের আদেশ সংক্রান্ত কাগজপত্র দুবাইয়ের ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এমিরেটস এনবিডি ব্যাংকের গ্রুপ সিইওর কাছে পাঠাতে বলেছেন, যেন তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারেন।

গত ৮ মে একই আদালত দুবাইয়ে বেনজীরের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

একইসঙ্গে তাহসিন রাইসার ১ লাখ ৪৪ হাজার ৪৯৭ দিরহাম জব্দ করারও নির্দেশ দেওয়া হয়।

গত বছরের ১২ জুন একই আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেনজীর আহমেদ ও পরিবারের সদস্যদের ৭৭ বিঘা জমি, আটটি ফ্ল্যাট এবং দুটি ফার্মের শেয়ার বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।

সম্পদের মধ্যে আছে বান্দরবানে ৭৫ দশমিক ৮ বিঘা জমির ওপর খামার, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ দশিমক ২ বিঘা জমি, ঢাকার গুলশানে তিন কাঠা জমি, বাড্ডায় দুটি ফ্ল্যাট এবং আদাবরে ছয়টি ফ্ল্যাট।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সিটিজেন টেলিভিশন লিমিটেড এবং টাইগারফিট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার।

দুদক এর আগে জানতে পেরেছিল যে, বেনজীর ও তার পরিবার বিভিন্ন জেলায় কমপক্ষে ৬১৩ দশমিক ৪১ বিঘা জমি কিনেছেন, যার মধ্যে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬০৫ দশমিক ৭৭ বিঘা জমি।

দুদক আদালতকে জানিয়েছে, বেনজীরের বিরুদ্ধে দেশে-বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের, স্ত্রীর ও তিন মেয়ের নামে সম্পদ গড়েছেন।

দুদক তদন্ত দলের সূত্র অনুযায়ী, তারা বেনজীরেরর নামে ৬টি, স্ত্রী জিশান মির্জার নামে ৫টি, মেয়ে ফারহিন রিশতার নামে ৩টি ও তাহসিন রাইসার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট শনাক্ত করেছেন, যেগুলো পরে আদালত জব্দ করার আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire to cling to power, intolerance for dissent and failure to see the writing on the wall were what eventually unravel Sheikh Hasina’s iron-fisted rule of 15 years.

8h ago