বাংলাদেশ সিরিজের আগে সাদা বলে পাকিস্তানের নতুন কোচ

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের জন্য পূর্ণাঙ্গ মেয়াদে নতুন প্রধান কোচ খুঁজে নিল পাকিস্তান। নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিল তারা।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হেসন আগামী ২৬ মে থেকে কাজ শুরু করবেন।

চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের সূচি পিছিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে এই সিরিজ শুরু হওয়ার বাস্তবতা নেই।

ছয় মাস আগে হঠাৎ করেই পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কার্স্টেন। তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আকিব জাভেদ। অবশেষে পাকাপাকিভাবে কাউকে নিয়োগ দিল পিসিবি।

বর্তমানে পিএসএলের শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্বে আছেন হেসন। নতুন সূচিতে টুর্নামেন্টের বাকি অংশ শেষ হবে আগামী ২৫ মে। পরদিন থেকে নতুন ভূমিকায় দেখা যাবে ৫০ বছর বয়সী হেসনকে।

নিউজিল্যান্ড ও কেনিয়ার প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হেসনের। তিনি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত কিউইদের দায়িত্বে ছিলেন। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তার অধীনে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দলটি।

এক বিবৃতিতে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, 'নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও প্রখ্যাত কোচ হেসনকে পাকিস্তান দলের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।'

তিনি যোগ করেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে বিশাল অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক দল গড়ে তোলার প্রমাণিত রেকর্ড নিয়ে মাইক এসেছেন। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের ভবিষ্যতকে কাঠামো দিতে আমরা তার দক্ষতা ও নেতৃত্বের দিকে তাকিয়ে আছি।'

সাদা বলের কোচের ভূমিকায় প্রায় পাঁচ মাস কাজ করা পাকিস্তানের সাবেক পেসার জাভেদকে নতুন দায়িত্ব দিয়েছে পিসিবি। তিনি হাই-পারফরম্যান্সের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

1h ago