সিনেমাটি দেখলে করোনার সময়ে ফিরে যাবেন: জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

দেশের দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন  তার অভিনয় গুণ দিয়ে। 

দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও নিজের অবস্থান শক্ত করেছেন। সেখানেও পেয়েছেন সাফল্য, অভিনয় করেছেন বলিউডেও।

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'জয়া আর শারমিন' মুক্তি পাচ্ছে আগামী ১৬ মে। সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান।

সিনেমাটির শুটিং হয়েছে করোনা মহামারি চলাকালে।

শুটিং প্রসঙ্গে জয়া আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই সময়টাকে ধরে রাখার জন্য কাজটি করেছি। নিরাপত্তা নিশ্চিত করেই শুটিং করেছি।'

'ফেলে আসা সময়টাকে পাব না। ওইরকম সময় চাইও না। কিন্ত, যারা সিনেমাটি দেখবেন করোনার সময়ে ফিরে যাবেন,' বলেন তিনি।

জয়া আহসান আরও বলেন, 'তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি।'

সেসময় শুটিং করা কতটা কঠিন ছিল? জয়া বলেন, 'করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে "জয়া আর শারমিন" সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি।'

তিনি জানান, সিনেমাটির শুটিং হয়েছে ঢাকাতেই। 'একটি অফিসকে বাড়ির মতো বানানো হয়েছিল,' বলেন তিনি।

সিনেমার পরিচালক সম্পর্কে তিনি বলেন, 'পরিচালক খুব সূক্ষ্মক্ষভাবে কাজটি করেছেন। খুব ভালোভাবে দৃশ্যধারণ করেছেন।'

সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে জয়া আহসান বলেন, 'সংবেদনশীল একটি সিনেমা করেছি আমরা। পুরো গল্পটা বলতে চাই না। দর্শকরা হলে গিয়ে দেখবেন। এটুকু বলব, দুজন মেয়ের সম্পর্কের গল্প, মানুষের গল্প।'

'সবার উচিত সিনেমাটি দেখা। দর্শকদের ভালো লাগবেই। সুন্দর একটি গল্প পাবেন, করোনার সময়কে ধরতে পারবেন,' বলেন তিনি।

জানা গেছে, জয়া আহসান অভিনয় করছেন রায়হান রাফীর পরিচালনায় 'তাণ্ডব' সিনেমায়। নারী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে।

অন্যদিকে, জয়া আহসান অভিনীত 'জিম্মি' ওয়েবসিরিজ কিছুদিন আগে মুক্তি পেয়েছে। 

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

1d ago