আরব আমিরাতের সঙ্গে একটি বাড়তি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। যার একটি এরমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। তবে এই সিরিজে বাড়তি আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরমধ্যেই এই অতিরিক্ত ম্যাচ সূচিতে যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে আমিরাত ক্রিকেটকে। আসন্ন পাকিস্তান সফরের প্রেক্ষাপটে এই অনুরোধ জানানো হয়েছে।

মূল সূচি অনুযায়ী, আরব আমিরাতের শারজাহতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এই সিরিজের পরেই টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সেই সফরের বিষয়টি এখনো অনিশ্চিত। হলেও পূর্বসূচি অনুযায়ী হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত।

তাই পাকিস্তান সফরে যাওয়ার আগে বাড়তি সময় মিলেছে টাইগারদের। এই সময়ের মধ্যে বিসিবি টি-টোয়েন্টি সিরিজটি বাড়িয়ে আরও একটি ম্যাচ খেলতে চায়, যাতে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যায়। এতে করে দলটি সরাসরি সংযুক্ত আরব আমিরাত থেকেই পাকিস্তানে যেতেও পারবে।

এদিকে, পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণের ব্যাপারে খেলোয়াড়দের মতামত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। এই সময়েই এলো এই সিদ্ধান্ত। আজ আনুষ্ঠানিকভাবে আমিরাত ক্রিকেট বোর্ডকে অতিরিক্ত ম্যাচ খেলতে চেয়ে প্রস্তাব দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

'হ্যাঁ, বোর্ডের পক্ষ থেকে অতিরিক্ত একটি ম্যাচ খেলার প্রস্তাব পাঠানো হয়েছে। এখন আমিরাত ক্রিকেট বোর্ড আমাদের জানাবে তারা কী সিদ্ধান্ত নিয়েছে,' ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন ক্রিকেট অপারেশনের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস।

বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বর্তমানে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আছেন এবং বিষয়টি তিনিই দেখভাল করছেন। তিনি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেখানে খেলোয়াড়দের সঙ্গে আসন্ন পাকিস্তান সফর, বিশেষ করে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

Comments