হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার পুলিশ নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
এদিন সকাল ১০টায় নুসরাত ফারিয়াকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে নেওয়া হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী শুনানির সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
নুসরাত ফারিয়ার আইনজীবী তার জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছেন।
এই সময়ের মধ্যে তদন্তকারীকে আদালতে একটি প্রতিবেদন দিতে বলা হয়, যেন অভিনেত্রীর জামিনের পক্ষে জমা দেওয়া ভিসা সংক্রান্ত নথি যাচাই করা হয়।
রাজধানীর ভাটারাতে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ এনামুল হক গত ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শোবিজের ১৭ তারকাসহ ২৬৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত ৩ মে ভাটারা থানার ওসি সেটি এফআইআর হিসেবে নথিভুক্ত করেন।
এই ১৭ জন হলেন- নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।
Comments