ইশরাক সমর্থকদের গোলাপ শাহ মাজার মোড় অবরোধ

ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভে গোলাপ শাহ মাজার মোড় অবরোধ করেছেন তার সমর্থকরা।

আজ সোমবার দুপুরে তারা গোলাপ শাহ মাজার মোড় আবরোধ করেন তারা। এর আগে সকাল ১১টার দিকে নগর ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা নগর ভবনের দিকে মিছিল নিয়ে আসেন এবং এরপর সবাই সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিএনপি কর্মী কামরুল ইসলাম বলেন, 'সরকার কেন দাবি মেনে নিচ্ছেন না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।'

করপোরেশনের শ্রমিক-কর্মচারীরাও ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এক কর্মী বলেন, 'দাবি মোদের একটাই, মেয়র ছাড়া গতি নাই।'

এদিকে নগর ভবনের সামনের বিক্ষোভকারীদের ভিড় বাড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি গোলাপ শাহ মোড় আবরোধ করা হলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এর আগে, গত ১৪ মে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। এরপর, 'ঢাকাবাসী' ব্যানারে বৃহস্পতিবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

Comments

The Daily Star  | English

Air Force jet crashes into college campus in Uttara; casualties feared

Members of Bangladesh Army and eight engines of Fire Service and Civil Defence are conducting rescue operations

1h ago