৪৩ বিসিএস: বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনের নামে নতুন গেজেট

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনের নামে নতুন গেজেট প্রকাশ হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।

এর আগে, গতকাল সোমবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ২২৭ জনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্তের জানিয়েছিলেন।

২০২০ সালে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ভেরিফিকেশন শেষে গত বছরের ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে, এর মধ্যে পিএসসির সুপারিশ প্রাপ্তদের থেকে ৯৯ জন বাদ পড়ে।

এরপর ৩০ ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশ করা ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগের বিভিন্ন সরকারের সময় পিএসসির সুপারিশপ্রাপ্তদের থেকে ভেরিফিকেশনে কেউ কেউ বাদ পড়েছেন, কিন্তু গেজেট বাতিলের ঘটনা বিসিএসে হয়নি।

 

Comments

The Daily Star  | English

Govt looking to defuse trade tensions with India

Bangladesh does not want any further escalation in tension with India, as the recent retaliatory moves are affecting bilateral trade and both countries’ businesses.

5h ago