বাস্তবতা মেনে ধোনিকে বিদায় নিতে বললেন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা

আর দুই মাস পর ৪৪ বছরে পা দিবেন মহেন্দ্র সিং ধোনি। তার সঙ্গে খেলা ক্রিকেটাররা অনেক আগেই সর্বোচ্চ মঞ্চ ছেড়েছেন, ধোনি তবু আইপিএল খেলে চলেছেন। এবার আইপিএলে নাজুক পারফরম্যান্স ধোনির জায়গাকে করেছে প্রশ্নবিদ্ধ। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংসের বেহাল দশায় তুমুল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জেতা কৃষ্ণমাচারি শ্রীকান্ত বললেন, ধোনির উচিত বাস্তবতা মেনে নিয়ে বিদায় বলে দেওয়া।

গতকাল রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আটে নেমে ১৭ বলে ১৬ রান করেন ধোনি। ওই পজিশনে নেমে তার এমন ইনিংস দলে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। নিজের সেরা সময়ে আইপিএলে চেন্নাইকে সফলতম দল করে তুলেছিলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে তো তার সাফল্য অবিসংবাদিত। তবে সেই ধোনি তো আর নেই। এবার ১৩ ইনিংসে ২৪.৫০ গড়ে ১৯৬ রান করেছেন, ১৩৫.১৭ স্ট্রাইকরেট বলবে মন্দ কী! তবে পরিস্থিতির দাবি আসলে বেশিরভাগ ম্যাচেই তিনি মেটাতে পারেননি।  প্রথমবারের মতন আইপিএলে টেবিলের একদল তলানিতে থেকে আসর শেষ করার দিকে চেন্নাই।

এমন অবস্থায় ধোনিকে নিয়ে আর ঘুরিয়ে-পেঁচিয়ে নয়, সরাসরি কথা উঠছে। শ্রীকান্ত যেমন তাকে বিদায়ের আহবান জানিয়েছেন, 'তালগোল পাকানোটা থামান, বাস্তবতা মানতে হবে। ধোনির বয়স হয়েছে। তার কাছ থেকে আপনি বেশি কিছু চাইতে পারেন না। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে বিদায় নেওয়া উচিত। এই সিদ্ধান্তটাই ধোনিকে নিতে হবে।'

'আর সে যদি চালিয়ে যেতে চায় তাহলে ঠিক করতে হবে অধিনায়ক, উইকেটকিপার না ফিনিশার? কোন ভূমিকায় সে খেলবে? সত্যি বলতে তার রিফ্লেক্স কমে গেছে, তার হাঁটু সাড়া দিচ্ছে না।'

আগামী ২৫ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। ওই ম্যাচ খেলে ধোনি অবসরে যাবেন কিনা নাকি পরের মৌসুমেও খেলবেন তার কোন আভাস নেই। ধোনি যেরকম চরিত্র তিনি ঢাকঢোল পিটিয়ে কিছু নাও করতে পারেন।

Comments

The Daily Star  | English

Protests, road blockades trigger traffic disruptions in Dhaka

Several parts of the capital have been experiencing severe traffic congestion today due to demonstrations and road blockades by different political parties citing various reason

1h ago