শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে মোস্তাফিজের ৩ উইকেট

ছবি: এএফপি

এবারের আইপিএলের লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে নিজেকে মেলে ধরলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার দারুণ বোলিংয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিলেন ৩ উইকেট। ক্যাচ লুফে নিতে পারলে অবশ্য আরও ২ উইকেট পেতে পারতেন কাটার মাস্টার খ্যাত তারকা।

শনিবার জয়পুরে টস জিতে পাঞ্জাবকে আগে ব্যাটিংয়ে পাঠান দিল্লির অধিনায়ক ফাফ ডু প্লেসি। মোস্তাফিজ জ্বলে উঠলেও শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটির বড় পুঁজি আটকানো যায়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করেছে তারা।

দিল্লির হয়ে তিনটি ম্যাচ খেলার জন্য আইপিএলে যাওয়া মোস্তাফিজ আগের দুই ম্যাচে পান ১ উইকেট। এদিন ৪ ওভারের কোটা পূর্ণ করে ৩৩ রান খরচায় তিনি নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন কুলদীপ যাদব ও ভিপরাজ নিগম। তবে ভীষণ খরুচে ছিলেন বাকি দুই বোলার। মোহিত শর্মা ৪৭ রানের বিনিময়ে থাকেন উইকেটশূন্য। মুকেশ কুমার ১ উইকেট পেলেও দিয়ে ফেলেন ৪৯ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে যান ২৯ বছর বয়সী মোস্তাফিজ। ৫ রান খরচায় বিদায় করেন ওপেনার প্রিয়াংশ আর্যকে। শর্ট ডেলিভারিতে টপ এজে আকাশে উঠে যাওয়া বল তালুবন্দি করেন উইকেটরক্ষক ট্রিস্টান স্টাবস। পাঞ্জাব হারায় তাদের প্রথম উইকেট।

চতুর্থ ওভারে ফিরে সুবিধা করতে পারেননি দিল্লির পেসার। চার-ছয় হজম করে দেন মোট ১৪ রান। শেষ বলে যদিও ক্ষতে প্রলেপ দিতে পারতেন তিনি। জশ ইংলিসের সজোরে হাঁকানো শটে তোলা দুরূহ ফিরতি ক্যাচে বাঁহাত ছোঁয়ান। তবে বল লুফে নিতে ব্যর্থ হন তিনি।

মোস্তাফিজ আবার বল হাতে পান ইনিংসের ১৬তম ওভারে। মাত্র ৪ রান দিয়ে সাজঘরে পাঠান ড্রাইভ করতে চাওয়া শশাঙ্ক সিংকে। উইকেটের পেছনে ক্যাচ গ্লাভসে জমান স্টাবস। এরপর শেষ ওভারে ১০ রানের বিনিময়ে মোস্তাফিজ ঝুলিতে ঢোকান মার্কো ইয়ানসেনকে। এবারও শর্ট ডেলিভারিতে ক্যাচ নেন স্টাবস।

শেষ বলে আরেকটি উইকেট মিলতে পারত মোস্তাফিজের। ছক্কা মারার চেষ্টায় মার্কাস স্টয়নিসের খেলা শটে বল চলে যায় ফাঁকা মিডউইকেটের দিকে। বোলার মোস্তাফিজ ও মিড-অন থেকে আরেকজন দৌড়ে গেলে সংঘর্ষের শঙ্কা জাগে। তা এড়ানো গেলেও ক্যাচ নেওয়া সম্ভব হয়নি কারও পক্ষে।

বিস্ফোরক ব্যাটিংয়ে স্টয়নিস অপরাজিত থাকেন ৪৪ রানে। মাত্র ১৬ বল খেলে তিনটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। ফলে পাঞ্জাবের পুঁজি পেরিয়ে যায় দুইশ। তার আগে অধিনায়ক শ্রেয়াস করেন আগ্রাসী হাফসেঞ্চুরি। ৩৪ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৩ রান। এছাড়া, ইংলিশ ১২ বলে ৩২ ও প্রভসিমরান সিং ১৮ বলে ২৮ রান করেন।

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আইপিএলের এবারের আসর থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে দিল্লি। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকা নিশ্চিত করে পাঞ্জাব জায়গা করে নিয়েছে প্লে-অফ পর্বে।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

2h ago