রাবিতে শাহবাগবিরোধী ঐক্য ও বাম সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগবিরোধী ঐক্য এবং বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুদ্ধাপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিলে খালাস পাওয়ার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বামপন্থী সংগঠনগুলোর ওপর হামলা হয়।

তারা আরও জানান, শাহবাগবিরোধী ঐক্যের অধিকাংশই ছাত্রশিবিরের নেতাকর্মী।

মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এই ঘটনা ঘটে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম বলেন, শাহবাগবিরোধী ঐক্যের একটি কর্মসূচি চলছিল। তারা অপেক্ষা করছিলেন ওই কর্মসূচি পূর্ব-নির্ধারিত মশাল মিছিল শুরু করবেন।

'হঠাৎ করে তারা চেয়ার দিয়ে আমাদের ওপর হামলা শুরু করে,' বলেন তিনি।

ফুয়াদ বলেন, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক নওশাজ জামান উপস্থিত ছিলেন। এই হামলায় অন্তত দুই বামপন্থী শিক্ষার্থী নাসিম সরকার ও তারেক আশরাফ আহত হয়েছেন।

শাহবাগবিরোধী ঐক্যের আরিফুল ইসলাম দাবি করেন, বামপন্থী নেতারা তাদের 'জামায়াত-শিবির' বলে উত্যক্ত করছিলেন।

'আমরা তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমাদের ওপর হামলা চালায়। আমি নিজেও আক্রান্ত হয়েছি,' বলেন তিনি।

সহকারী প্রক্টর নাসির উদ্দিন বলেন, ক্যাম্পাসে একটি সংঘর্ষ হয়েছে এবং উভয়পক্ষই একে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।

'বামপন্থী দুই নেতা হামলার শিকার হয়েছেন। আমরা তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যেতে বলেছিলাম কিন্তু তারা রাজি হননি। পরিস্থিতি যেন আর খারাপ না হয়, সে জন্য আমরা সতর্ক রয়েছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh-origin NYPD officer killed in Manhattan shooting

Didarul Islam's wife was eight-months pregnant and the couple had two young boys

35m ago