ভাসানচর থেকে নোয়াখালী যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি, একজনের মৃত্যু, নিখোঁজ ৮

বিকেলের দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

হাতিয়া উপজেলার ভাসানচর থেকে নোয়াখালী যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং এখনো আটজন নিখোঁজ আছেন।

আজ শনিবার বিকেল ৩টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম-অপারেসন্স) মোহাম্মদ ইব্রাহীম আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে জানান, ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে ঝড়ো বাতাস ও ঢেউয়ের কারণে সেটি ডুবে যায়। ইতোমধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাসানচর থানার নায়েক সাইফুল ইসলামসহ আটজন নিখোঁজ আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, ছয়জন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি চানন্দি ইউনিয়নের আলী বাজার সংলগ্ন করিমবাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন মেঘনা নদীর ডুবোচরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ডেইলি স্টারকে বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজন উদ্ধারের পর মারা যান। এখনো আটজন নিখোঁজ রয়েছেন। বাকি নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago