৫ গোল দিয়ে জয়ে মেসির আরেকটি রেকর্ড

Lionel Messi

শনিবার মেজর লিগ সকারে কলম্বাস ক্রুকে ৫-১ গোলে হারিয়ে ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে প্রস্তুত করেছে। এই ম্যাচে লিওনেল মেসি দুটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা করেছেন।  দুটি গোল করে মেসি ইন্টার মায়ামির ইতিহাসে মেজর সকার লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

এদিন ম্যাচের ৩০ এবং ৩১তম গোল করে স্বদেশী গনজালো হিগুয়েইনের ২৯ গোলের পূর্বের নিয়মিত-মৌসুমের রেকর্ড ছাড়িয়ে গেছেন। ২৯ গোল করতে হিগুয়েইনের লেগেছিলো ৬৭ ম্যাচ, মেসি ৩৮ ম্যাচেই তা পেরিয়ে গেলেন।

মায়ামি আগামী ১৪ জুন মিশরীয় ও আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলির বিপক্ষে নতুন ফিফা টুর্নামেন্ট শুরু করবে। ফর্মের অবনতি হওয়ার পর, দুটি টানা এমএলএস জয়ের মাধ্যমে তারা যেন তাদের ছন্দ ফিরে পেয়েছে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-২ গোলে জয় — যেখানে মেসি এবং লুইস সুয়ারেজ উভয়ই দুটি করে গোল করেছিলেন —যা কোচ হ্যাভিয়ের মাচেরানোর উপর থেকে চাপ কমিয়েছিল এবং তাদের নতুন আত্মবিশ্বাস শুরু থেকেই স্পষ্ট ছিল।

এই ম্যাচ খেলে আর্জেন্টিনায় ফিরছেন মেসি। আটবারের ব্যালন ডি'অর বিজয়ী এখন আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা  ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্বে অনেকটা নিয়মরক্ষার তাগিদে বৃহস্পতিবার চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে খেলবে ঘরের মাঠে।

Comments

The Daily Star  | English

Without reforms, Feb election unacceptable: Nasiruddin Patwary

'We won't give even one percent concession in July Charter,' says Nahid

13m ago