দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে, চুক্তি আজ

মনোরেল এক চাকার ট্রেন। এক চাকার ওপরই চলে। ছবি: সংগৃহীত

দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে চট্টগ্রামে। নগরের যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।

মনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে আজ রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সমঝোতা চুক্তি সই হবে। 

সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

এতে সিটি মেয়র, অর্থায়নকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। 

সমঝোতা স্মারক সইয়ের পর ওরাসকম কোম্পানি এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। 

সড়ক বিশেষজ্ঞদের মতে, মনোরেল হলো আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেল ব্যবস্থা। মনোরেলের ক্ষেত্রে মেট্রোরেলের চেয়ে ৪০ শতাংশ অর্থের সাশ্রয় হবে। এর জন্য ব্যাপক জায়গার প্রয়োজন হয় না এবং স্থাপনার মধ্যেও লাইনটি চালু করা যায়। মনোরেল এক চাকার ট্রেন। এক চাকার ওপরই চলে। দুই থেকে আড়াই বছরের মধ্যে মনোরেল স্থাপন ও চালু করা সম্ভব। 

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ২০২১ সালের ৮ জুন নগরীতে মনোরেল চালু করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রস্তাব দিয়েছিল চীনা প্রতিষ্ঠান উইটেক। প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধিদল সেদিন টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ে তৎকালীন মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেয়। একই বছরের ১৯ মে মনোরেল চালুর প্রস্তাব করেছিল চীনের আরেকটি প্রতিষ্ঠান উইহায় ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো–অপারেটিভ কোম্পানি লিমিটেড এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের একটি টিম। 

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

3h ago