রান বন্যার আইপিএলেও অবিশ্বাস্য কিপটে বুমরাহ

Jasprit Bumrah

এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করে  ২২৮ রান তুলেও এক পর্যায়ে চিন্তায় পড়ে গিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। শিশির ভেজা মাঠে ১৪তম ওভার পর্যন্ত হাতে ৮ উইকেট রেখে দারুণভাবে ম্যাচে ছিলো গুজরাট টাইটান্স। তবে এরপরই খেলা বদলে গেল, উইকেট নিয়ে ম্যাচ বদলে দিলেন একজন-জাসপ্রিত বুমরাহ। গোটা ম্যাচে দুই দলের সব বোলার মিলে যেখানে দেদারসে রান বিলালেন, বুমরাহকে সেখানে মারাই যেন যাচ্ছিলো না। পুরো আইপিএলেই তার ইকোনমি রেট আরেকবার অবিশ্বাস্য।

চলতি বছর চোটের কারণে প্রথম চারটি ম্যাচ খেলেননি বুমরাহ, যার তিনটাই হারে মুম্বাই। তিনি ফেরার পর বাকি ১১ ম্যাচের ৮টা জিতে তারা এখন ফাইনালের দ্বারপ্রান্তে, ৬ষ্ঠ শিরোপা এখন বেশ সম্ভব ব্যাপার।

১১ ম্যাচ খেলে ১৮ উইকেট নেওয়ার পাশাপাশি বুমরাহ যেমন আটকে রেখেছেন বাটারদের তা বিস্ময়কর। এবার আইপিএলে সবচেয়ে বেশি দুইশো ছাড়ানো ইনিংস দেখা গেছে, সবচেয়ে বেশি ছক্কা হয়েছে। বুঝাই যায় কতখানি ব্যাটিং প্রভাবক ছিলো। এসবের মধ্যেও বুমরাহ আলাদা। আইপিএলে এবার কমপক্ষে ২৫টা বল করেছেন এমন বোলারদের মধ্যে বুমরাহ ইকোনমি রেট ৬.৩৬ সবচেয়ে ভালো। বাকিরা যেখানে গড়ে ওভারপ্রতি ৯.৬১ করে রান দিয়েছেন।

বুমরাহর ফুলটস বল মারাও ব্যাটারদের জন্য হয়েছে কঠিন। এবার বুমরাহর ফুল টসে ওভারপ্রতি রান বেরিয়ে ৭.৪২ করে। যেখানে বাকিদের এই ধরনের বলে রান বেরিয়েছে ওভারপ্রতি ১১.৫৮ করে। তার ইয়র্কার বল তো দুর্দান্ত, সেখানে ওভারপ্রতি রান হয়েছে স্রেফ ৫.৪৯ করে। (বাকিদের ৬.৬৬ করে)।

বুমরাহর সঙ্গে দীর্ঘদিন কাজ করা সাবেক ভারতীয় পেসার বুমরাহকে তুলনা করলেন সর্ব রোগের প্রতিষেধক হিসেবে, 'সে একটা প্রতিষেধকের মতো, একটা টিকা যা যেকোনো অসুস্থতা সারাতে পারে, একটা বোলিং দলের যা  আশীর্বাদ। যদি তুমি উইকেট চাও, সে এসে তোমাকে উইকেট এনে দেবে। যদি তুমি রান থামাতে চাও, সে তোমার জন্য রান থামাবে। কী এক বোলার!'

আজ আইপিএলের ফাইনালে উঠতে আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। আরও একবার বড় মঞ্চে বুমরাহ ঝলকের অপেক্ষায় থাকবেন মুম্বাইর সমর্থকরা।

Comments

The Daily Star  | English

New Tk 100 banknote to be released next week

The new note will be similar in size to existing one

19m ago