বার্সেলোনাকে 'হ্যাঁ' বলেছেন গার্সিয়া!

অবশেষে ২৪ বছর বয়সী প্রতিশ্রুতিশীল গোলরক্ষক হুয়ান গার্সিয়া বার্সেলোনাকে 'হ্যাঁ' বলে দিয়েছেন। এস্পানিওলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা এই কাতালান গোলরক্ষক বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতেতে সম্মত হয়েছেন বলে জানিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো। ফলে শিগগিরই স্পটিফাই ক্যাম্প ন্যুতে দেখা যাবে তাকে।

সংবাদ অনুযায়ী, গতরাতে বার্সেলোনার এক রেস্টুরেন্টে গার্সিয়ার এজেন্ট হুয়ানমা লোপেজ, তার পরিবার ও প্রতিনিধিত্বকারী এজেন্সির সদস্যদের সঙ্গে বৈঠকে বার্সার প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেন গার্সিয়া। নিজের পেশাদার ক্যারিয়ারের জন্য বার্সাকে 'সেরা গন্তব্য' হিসেবে দেখছেন তিনি।

ইতোমধ্যে গার্সিয়ার বর্তমান ক্লাব এস্পানিওলের সঙ্গে থাকা ২৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ সরাসরি পরিশোধে সম্মতি জানিয়েছে বার্সেলোনা। যা ছিল এই ট্রান্সফারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অন্য ক্লাবগুলো দাম কমাতে চাইলেও এস্পানিওল এক ইউরোও ছাড় না দেওয়ার অবস্থানে অনড় ছিল।

গত কয়েক সপ্তাহ ধরেই গার্সিয়াকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, নিউক্যাসল, লেভারকুসেন, নাপোলি ও ইন্টার মিলান। তবে দেশের মাঠে থেকেই নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বার্সাকেই বেছে নেন তিনি। বার্সার তরুণ ও উচ্চাভিলাষী দল, জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা, আর নিজের শহরের ক্লাব—সব মিলিয়ে সিদ্ধান্তটা সহজ ছিল গার্সিয়ার জন্য।

এখন পরবর্তী ধাপ হলো বার্সার সঙ্গে গার্সিয়ার চুক্তিপত্রের চূড়ান্ত খসড়া তৈরি করা। আগেই খসড়া তৈরি হয়েছিল, এবার সেগুলোকে আইনি দিক থেকে চূড়ান্ত করতে হবে। এই চুক্তিতে গার্সিয়া ও তাঁর এজেন্টরা বার্সার কাছে নির্দিষ্ট কিছু গ্যারান্টির দাবি জানিয়েছেন—বিশেষ করে নিবন্ধনের ক্ষেত্রে। কারণ, ফেয়ার প্লের নিয়ম নিয়ে আগেও সমস্যায় পড়েছে বার্সা, দানি ওলমো ও পাউ ভিক্টরের ক্ষেত্রে। এই গ্যারান্টি দিতে বার্সাও সম্মত হয়েছে।

তবে শেষ মুহূর্ত পর্যন্ত এস্পানিওল গার্সিয়াকে বার্সায় যেতে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। এস্পানিওলের কোচ মানোলো গনসালেস দাবি করে এসেছিলেন যে গার্সিয়া বার্সায় যাবেন না। এমনকি তিনি রসিকতা করে বলেছিলেন, 'হাত কেটে ফেলবো না, তবে প্রায় তাই!'—তবুও গার্সিয়া চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন।

এখন প্রশ্ন একটাই—বার্সার বর্তমান প্রথম পছন্দ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভবিষ্যৎ কী? যদিও তিনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ক্লাব ছাড়ার পরিকল্পনা নেই, তবে গার্সিয়ার আগমন বার্সার গোলপোস্টে নতুন প্রতিযোগিতা তৈরি করবে, সেটি একপ্রকার নিশ্চিত।

Comments

The Daily Star  | English
narcotics cases pending despite deadline

4.8 lakh narcotics cases pending despite deadline

Judge shortage, lack of witnesses, inadequate court infrastructure blamed for delays

7h ago