যে কারণে বিনা ট্রান্সফার ফিতে বার্সা ছাড়ছেন ইনিগো

ট্রান্সফার মার্কেটের গরম খবর এসেছে বার্সেলোনা শিবির থেকে। গত মৌসুমের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ইনিগো মার্তিনেস বিদায় নিচ্ছেন কাতালান ক্লাব থেকে। সৌদি আরবের আল-নাসরের সঙ্গে তার চুক্তি কার্যত সম্পন্ন। তবে বিনা ট্রান্সফার ফিতে চলে গেলেও এ ডিফেন্ডারের বিদায়ে প্রায় ১ কোটি ৪০ লাখ ইউরো বেতনের বোঝা ঝেড়ে ফেলবে ক্লাবটি। যা নতুন খেলোয়াড়দের নিবন্ধনের পথ মসৃণ করবে।

৩৪ বছর বয়সী ওন্দারোয়া-জন্মা এই সেন্টার-ব্যাকের সঙ্গে বার্সার চুক্তি ছিল আরও এক মৌসুমের জন্য। এমনকি তিনি সেটি আরও এক বছর বাড়ানোর কথাও ভাবছিলেন। তবে সৌদি লিগের বিশাল প্রস্তাব তার পরিকল্পনায় বড় পরিবর্তন এনে দিয়েছে। গতকাল সকালে সিউতাত এস্পোর্তিভা হুয়ান গাম্পারে সতীর্থদের আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানিয়েছেন তিনি।

ইনিগোর এভাবে বিনা ফিতে বিদায়ের পেছনে রয়েছে বার্সার সঙ্গে করা একটি 'জেন্টলম্যান্স অ্যাগ্রিমেন্ট'। গত মৌসুমেই সৌদি সুপার লিগ থেকে লোভনীয় প্রস্তাব এসেছিল তার কাছে, কিন্তু তখন তিনি হ্যান্সি ফ্লিকের প্রজেক্টে আস্থা রেখে সেটি ফিরিয়ে দেন। তবে শর্ত ছিল, এ গ্রীষ্মে যদি আরেকটি প্রস্তাব আসে এবং তিনি গ্রহণ করতে চান, তাহলে কোনো বাধা দেওয়া হবে না। কথা অনুযায়ী, বার্সা সেই প্রতিশ্রুতি রাখছে।

আল-নাসর মূলত আইমেরিক লাপোর্তের বিকল্প খুঁজছিল, যিনি অ্যাথলেটিক ক্লাবে ফেরার পথে। সেক্ষেত্রে তাদের ছিল ইনিগোতে, যিনি কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিলেন। তাতে ধারণা করা হচ্ছে জাপান ও কোরিয়া সফরের শেষ দুই প্রস্তুতি ম্যাচে তার অনুপস্থিতিতে যে পেশির ক্লান্তির কথা বলেছিলেন, তা আসলে প্রস্তাবটি মাথায় রেখেই ঝুঁকি এড়িয়েছিলেন তিনি।

২০২৩ সালের গ্রীষ্মে বার্সায় আসেন ইনিগো। জাভি হার্নান্দেজের অধীনে প্রথম মৌসুমে চোটের কারণে মাত্র ২৫ ম্যাচ খেলেছিলেন। কিন্তু গত মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে তিনি হয়ে ওঠেন রক্ষণভাগের নেতা। পাউ কুবারসির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে খেলেছেন ৪৬ ম্যাচ, করেছেন ক্যারিয়ারের প্রথম বার্সা গোল এবং জিতেছেন তিনটি শিরোপা—স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

14h ago