শরীফুল রাজকে মুঠোফোনে পাওয়া যায় না কেন

শরীফুল রাজ
শরীফুল রাজ। ছবি: শরীফুল রাজের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা 'ইনসাফ'। দেশের ১৬টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। রাজের বিপরীতে এই সিনেমায় আছেন তাসনিয়া ফারিণ। আরও অভিনয় করেছে মোশাররফ করিম।

ঈদে নতুন সিনেমার মুক্তি, ঈদ উদযাপন, সন্তান নিয়ে রাজ কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ডেইলি স্টার: গতকাল ঈদের দিন আপনার সিনেমা ইনসাফ মুক্তি পেয়েছে। কীভাবে কেটেছে দিনটা?

শরীফুল রাজ: ঈদের দিন ইনসাফ টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেছি। প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া, অনুভব, তাদের অনুভূতি দেখার চেষ্টা করেছি। ঈদে এরচেয়ে ভালো আনন্দ আর কী থাকতে পারে একজন অভিনেতার জন্য? কারণ আমি তো সিনেমার জন্য পরিচিতি পেয়েছি।

ডেইলি স্টার: ঈদে মুক্তিপ্রাপ্ত ছয় সিনেমার মধ্যে মানুষ কেন ইনসাফ সিনেমাটা দেখবে বলে মনে করেন? 

শরীফুল রাজ: দর্শক দেখবেন, তার কারণ ইনসাফ বানিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায় ঠিক তাই। নাচ, গান, অ্যাকশন সবকিছু এই সিনেমায় আছে। আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং । সিনেমাটির পরিচালক সঞ্জয় সমদ্দার অনেক যত্ন করে  সিনেমাটা বানিয়েছেন। সিনেমার পুরো টিম অনেক ফ্যান্টাস্টিক। অভিনেত্রী তাসনিয়া ফারিণ দুর্দান্ত অভিনয় করেছেন। এইসব  কারণে সিনেমাটি দর্শক দেখবে বলে আমার ধারণা।

ডেইলি স্টার: আপনি প্রথম থেকেই তাসনিয়া ফারিণের খুব প্রশংসা করছেন। তার কারণ কী?

শরীফুল রাজ: ফারিণ দুর্দান্ত একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে আমি নিজেও সত্যি ইমপ্রেসড হয়েছি। আমার সিনেমাগুলোতে যত অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছি তারা প্রত্যেকে অসাধারণ। সবাই দুর্দান্ত বলেই অভিনয় করেন। সেই কারণে অভিনয় করা আমার কাছে সহজ হয়েছে। এই যে এখন ফারিণ, সাবিলা নূর বানিজ্যিক সিনেমায় অভিনয় করছেন এটা ভালো একটা ঘটনা বলে মনে করছি।

শরীফুল রাজ
তাসনিয়া ফারিণের সঙ্গে রাজ। ছবি: শরীফুল রাজের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ডেইলি স্টার: আপনার মুঠোফোন সবসময়  বন্ধ থাকে। আপনাকে ঠিকমতো পাওয়া যায় না। এর কারণ কী?

শরীফুল রাজ: আমি কোনো সিনেমায় অভিনয় শুরু করলে সেই চরিত্রে ঢুকে যাওয়ার চেষ্টা করি। সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখি। সিনেমার চরিত্র নিয়ে ভাবি।  তখন আর তেমন  ফোন ব্যবহার করি না। অন্য কোনো কারণ নেই। এই যে এখন আপনার সাথে কথা বলছি। আপনি তো পেলেন আমাকে।

ডেইলি স্টার: আপনার সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের সঙ্গে কী দেখা  হয়?

শরীফুল রাজ: কেন দেখা হবে না? আমরা তো একই শহরে তো থাকি। মাঝেমাঝে আমাদের দেখা হয়। আমি তো আর দেশের বাইরে থাকি না যে দেখা হবে না।  কিছুদিন আগে আমাদের দেখা হয়েছে।

ডেইলি স্টার: ঈদে আপনার সিনেমার বাইরে অন্য কোন সিনেমাগুলো দেখার ইচ্ছা রয়েছে?

শরীফুল রাজ: এবার ঈদে আমার নিজের ভাই-ব্রাদারদের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। রায়হান রাফী নির্মিত 'তাণ্ডব', তানিম নূর নির্মিত 'উৎসব', আরিফিন শুভ অভিনীত 'নীলচক্র' সিনেমাগুলো দেখার ইচ্ছা রয়েছে। আরো যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে  সেগুলো অবশ্যই দেখব।

 

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Why are we trying to make the election uncertain?

Those who are working to prevent the election should question themselves as to how the people will be empowered without one.

3h ago