আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজে ২৪২ যাত্রী-ক্রু ছিলেন

আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: সংগৃহীত/স্ক্রিণশট
আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: সংগৃহীত/স্ক্রিণশট

ভারতের গুজরাট রাজ্যের বড় শহর আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে যাত্রী ও ক্রুসহ মোট ২৪২ আরোহী ছিলেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

ভারতের বেসামরিক বিমান চলাচল দপ্তরের মহাপরিচালক ফাইজ আহমেদ কাদওয়াই এপিকে জানান, উড়োজাহাজটি আহমেদাবাদের মেঘানিনগর আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

তিনি আরও জানান, উড়োজাহাজে ২৩২ যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন।  

ফাইজ আহমেদ আরও জানান, বিধ্বস্ত ফ্লাইটের নম্বর ছিল এআই ১৭১। এটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ।

টেক-অফের পাঁচ মিনিট পর স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৩৮ মিনিটে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, যোগ করেন তিনি।

উড়োজাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ২৫ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

ফাইজ আহমেদ মোট আরোহীর সংখ্যা ২৪৪ বলে উল্লেখ করলেও এয়ার ইন্ডিয়াসহ অন্যান্য সূত্র সংখ্যাটি ২৪২ বলে জানায়। এপি তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করতে সক্ষম হয়নি। 

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু কিঞ্জরাপু সামাজিক মাধ্যম এক্সে বলেন, 'উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলে চিকিৎসা সেবা ও অন্যান্য সহায়তা দিতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে।'

'আমরা সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করছি। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Trump, not Putin, budges

US president shifts stance after Alaska talks fall short of ceasefire

28m ago