ম্যানসিটি ছেড়ে নাপোলিতে ডি ব্রুইনা

ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে নতুন অধ্যায়ের শুরু করলেন কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে বিদায় নেওয়ার পর, এই বেলজিয়ান মিডফিল্ডারকে দলে টেনেছে সিরিআ চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট ও চলচ্চিত্র প্রযোজক আওরেলিও ডে লরেন্তিস।

নিজেদের সোশ্যাল মিডিয়ায় ডি ব্রুইনার সঙ্গে করমর্দনের একটি ছবি পোস্ট করে ডে লরেন্তিস লেখেন: 'স্বাগতম কেভিন!'

দুই বছরের চুক্তিতে ইতালিয়ান চ্যাম্পিয়নদের দলে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা। তবে তৃতীয় বছরে অতিরিক্ত এক বছর চুক্তি বাড়ানোর বিকল্পও রয়েছে। নাপোলিতে তার বেলজিয়াম জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে যোগ দেবেন তিনি।

ডি ব্রুইনা ম্যান সিটিতে এক দশকের ক্যারিয়ারে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পেপ গাঁর্দিওলার অধীনে। তবে সাম্প্রতিক কয়েক মৌসুম ধরে চোটে ভোগার কারণে নিয়মিত খেলা হয়নি তার। বিশেষ করে দুটি হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অনেকটা সময়।

আন্তোনিও কন্তের কোচিংয়ে নাপোলি গত মৌসুমে ড্রামাটিকভাবে ইন্টার মিলানকে হারিয়ে ঘরোয়া লিগ শিরোপা জিতেছে। যা তিন বছরে তাদের দ্বিতীয় সিরি আ ট্রফি। তবে এবার তাদের সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের চ্যালেঞ্জও।

ইউরোপে সফল হওয়ার জন্য শক্তিশালী মিডফিল্ড প্রয়োজন, আর ডি ব্রুইনা সেই শূন্যতা পূরণ করতে পারেন বলেই আশাবাদী নাপোলি সমর্থকরা।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

55m ago