ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে আহত অন্তত ১৫

ছবি: রয়টার্স

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ছবি: রয়টার্স

জরুরি পরিষেবা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে যে, ইসরায়েলের মধ্যাঞ্চলে ১৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেল আবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে।

এদিকে ইরানের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে, ইরানের ওপর আক্রমণের (অপারেশন রাইজিং লায়ন) উদ্দেশ্য হলো 'ইসলামি শাসনের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি নস্যাৎ করা'।

তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী 'শীর্ষ সামরিক কমান্ডার, জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী, ইসলামিক শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ সুবিধা এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ' নিশ্চিহ্ন করেছে।

'আরও আসছে। তারা (ইরান) জানে না কী তাদের আঘাত করেছে অথবা কী তাদের আঘাত করবে।'

ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বর্তমানে তেল আবিবের একটি আশ্রয়কেন্দ্রে আছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেও ইসরায়েলের হামলার কারণে ইরানিদের যে প্রভাব অনুভূত হবে, তার চেয়ে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর প্রভাব অনেক কম হবে।

তিনি আরও বলেন, ইসরায়েলি সমাজে একটি ঐকমত্য রয়েছে যে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ ন্যায়সঙ্গত।

গোল্ডবার্গের মতে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ 'অর্থহীন' এবং গাজা থেকে বৈশ্বিক মনোযোগ সরাতেই এই হামলা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের ওপর হামলা শুরুর পর থেকে তারা এ পর্যন্ত ইরানের দুই শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন সাংবাদিকদের বলেছেন, 'আমরা এ পর্যন্ত ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি এবং আমরা হামলা চালিয়ে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago