গ্রেপ্তারের তথ্য অফিসে গোপন রাখতে জেলখানা থেকে ‘ছুটির’ আবেদন

ছবি: সংগৃহীত

গ্ৰেপ্তার হওয়ার তথ্য গোপন করতে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটি চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-চার এর কর আদায়কারী রবিউল আলম।

প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে হলেও সন্দেহের সৃষ্টি হয় বিনা বেতনে ছুটি চাওয়ায়।

করপোরেশনের কর্ম বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রবিউল গত ৪ মে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ছুটির আবেদন পাঠিয়েছিলেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল অফিস শেষ করে বাসায় ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রবিউল এবং চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক তাকে শারীরিক দুর্বলতার কারণে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মানবিক দিক বিবেচনায় তাকে যেন ২৯ এপ্রিল থেকে ২৮ মে পর্যন্ত বিনা বেতনে এক মাসের ছুটি দেওয়া হয়।

সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনটি পাঠায়।

প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষর করে গত ২৪ মে আবেদনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় শাখায় পাঠালে সেখানে ধরা পড়ে বিনা বেতনে ছুটি চাওয়ায় মূল কারণ।

করপোরেশনের একাধিক সূত্র জানিয়েছে, করপোরেশনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে 'ম্যানেজ করে' কিছু কর্মচারী অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

সূত্র আরও জানিয়েছে, গত বছরের ২২ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় গত ২৮ এপ্রিল ভোর রাতে নগরীর বন্দর থানা পুলিশের হাতে গ্ৰেপ্তার হন রবিউল। মামলা নম্বর সাত। পর দিন আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম কারাগার সূত্র জানিয়েছে, রবিউল বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন। তার হাজতি নম্বর ৮৬৭৪/২৫।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিনের দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দুএক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবো।'

করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. তৌহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গ্ৰেপ্তার ও গ্ৰেপ্তারের তথ্য গোপন করার অভিযোগ সঠিক হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
monetary policy

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

8h ago