গল টেস্ট

শেষ বিকেলে ২৬ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ

Taijul Islam

এক পর্যায়ে মুশফিকুর রহিম দিচ্ছিলেন ডাবল সেঞ্চুরির আভাস, লিটন দাস ছিলেন সেঞ্চুরির একদম কাছে, দুজনেই ফেরেন অসময়ে। দারুণ অবস্থা থেকে আচমকা ব্যাটিং ধসে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

গল টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৯ রান। ক্রিজে আছেন শেষ দুই ব্যাটার। 

বৃষ্টির কারণে সোয়া দুই ঘন্টা বন্ধ থাকার পর অনায়াসে এগুচ্ছিলেন লিটন-মুশফিক। লিটনের রান তোলার গতি ছিলো অনেক বেশি। দ্রুতই নব্বুইর ঘরে পৌঁছে যান তিনি।

ধৈর্যের পরিচয় দিয়ে মুশফিক আরেক পাশে অবিচল। তবে দুজনেই ফেরেন দুই ওভারের মধ্যে। আসিতা ফার্নেন্দোর ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউতে কাটা পড়েন ১৬৩ রান করা মুশফিক। পরের ওভারে থারিন্দু রত্নায়েকে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। 

ছন্দে থাকা জাকের আলি এই ম্যাচে পারেননি। ১৬ বলে ৮ রান করে তিনি বোল্ড হন মিলান রত্নায়েকের বলে। তাইজুল ইসলামকেও ছাঁটেন মিলান। নাঈম হাসানও তার শিকার হলে আলো কম থাকায় দিনের খেলার সমাপ্তি টানেন

আম্পায়াররা। 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

16m ago