গল টেস্ট

পাঁচশোর আগেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

আগের দিন বিকেলেই পড়ে গিয়েছিলো ৯ উইকেট। শেষ জুটি নিয়ে আর খুব বেশি এগুনোর বাস্তবতা ছিলো না বাংলাদেশের, হয়ওনি। তৃতীয় দিন সকালে নেমে কেবল ১৬ বল টিকেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

গলে তৃতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ৪৯৫ রানে। আসিতা ফার্নেন্দোর বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। তিনি ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। ৮৬ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফল ওভার আসিতা।

দারুণ প্রথম দিনের পর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও বাংলাদেশের ব্যাটাররা ঝলক দেখান। মুশফিকুর রহিমের ১৬৩, নাজমুল হোসেন শান্তর ১৪৮ ও লিটন দাসের ৯০ রানে ভর করে বড় পুঁজি গড়তে পেরেছে সফরকারী দল।

Comments

The Daily Star  | English

Fugitives can’t run in national elections

The Election Commission has proposed stricter amendments to the election law, including a provision barring fugitives from contesting national polls.

8h ago