গল টেস্ট

নিশানকার দারুণ সেঞ্চুরি, বাংলাদেশের হতাশার সেশন

Pathum Nissanka
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

দিনের প্রথম সেশনেই শ্রীলঙ্কান ব্যাটাররা আভাস দিচ্ছিলেন ঝলকের। দ্বিতীয় সেশনে তারা ডানা মেললেন আরও দুর্বার গতিতে। পাথুম নিশানকার দৃষ্টিনন্দন সেঞ্চুরিতে প্রায় ওয়ানডে গতিতে রান তুলে এগুচ্ছে শ্রীলঙ্কা। হতাশার সেশনে কেবল এক উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।

গলে তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৩৩। ১৭৯ বলে ১২৬ রান করে ক্রিজে আছেন নিশানকা। ৩০ বলে ২১ রান করে তার সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই সেশনে ৩৩ ওভার ব্যাট করে মাত্র ১ উইকেট হারিয়ে ১৩৩ রান যোগ করেছে স্বাগতিক দল। হাতে ৮ উইকেট নিয়ে বাংলাদেশ থেকে এখনো ২৬২ রানে পিছিয়ে আছে তারা।

১ উইকেটে ১০০ রান নিয়ে লাঞ্চের পর নেমে দুর্বার গতিতে ছুটতে থাকে শ্রীলঙ্কা। নিশানকা সহজাত শটের পসরা খেলতে থাকেন ওয়ানডে ঘরানায়। ওভারপ্রতি চারের উপর রান তুলতে থাকে শ্রীলঙ্কা।

নিশানকা এমনিতে আগ্রাসী ব্যাটার, ভালো উইকেট পেয়ে থিতু হয়ে তিনি হয়ে উঠেন প্রায় অপ্রতিরোধ্য। মাঠের যেদিকে ইচ্ছা সেদিকে শট মারতে পারছিলেন অনায়াসে।

অভিজ্ঞ চান্দিমাল ভূমিকা নেন সহায়কের। ধীরস্থির মাথায় নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকেন তিনি। লাঞ্চের আগে তৈরি হওয়া জুটি লাঞ্চের পর ছাড়িয়ে যায় শতরান, এক পর্যায়ে পেরিয়ে যায় দেড়শো। দলীয় পুঁজি পার হয় দুইশো।

মনে হচ্ছিল তাদের ভুল ছাড়া আলগা করা কঠিন। সেই ভুল করেন চান্দিমালই। নাঈম হাসানের অফ স্পিনে আলতো শটে লেগ স্লিপে ক্যাচ দেন তিনি।

শেষ টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস মাঠে নামতে তাকে দাঁড়িয়ে গার্ড অব অনার দেয় বাংলাদেশ দল। ক্রিজে এসে শুরুর কয়েক মিনিট নড়বড়ে থাকলেও দ্রুতই মানিয়ে নেন অভিজ্ঞ ম্যাথিউস, থিতু হতে সময় নেননি বেশি। নিশানকার সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ২৯ তুলে অবিচ্ছিন্ন আছেন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago