ট্রাম্পের হাতেই থাকছে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন হওয়া ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ 

এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অবৈধ অভিবাসী-বিরোধী অভিযানের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ ঠেকাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পের এই উদ্যোগে আপত্তি জানিয়ে আদালতের শরণাপন্ন হন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

তবে রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছে দেশটির আপিল আদালত।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের প্যানেল ৩৮ পৃষ্ঠার রায়ে জানিয়েছে, ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তটি সরাসরি ক্যালিফোর্নিয়ার গভর্নরের মাধ্যমে জারি করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প।

কিন্তু এতে যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে প্রয়োজনবোধে ন্যাশনাল গার্ড মোতায়েনের যে আইনি এখতিয়ার রয়েছে প্রেসিডেন্টের, তা ক্ষুণ্ণ হয়নি। 

বিচারকরা একমত হয়ে রায়ের কপিতে লেখেন, 'সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা দিতে ও সরকারি সম্পদকে নিরাপদ রাখতে' ট্রাম্প ন্যাশনাল গার্ডের চার হাজার সদস্যকে (লস অ্যাঞ্জেলেসে) ৬০ দিনের জন্য পাঠানোর যে উদ্যোগ নেন, সেটা প্রেসিডেন্ট হিসেবে তার অধিকারের মধ্যেই পড়েছে।

লস অ্যাঞ্জেলেসে কর্তব্য পালন করছে ন্যাশনাল গার্ড ও ইউএস মেরিন সদস্যরা। ছবি: এএফপি (১৭ জুন, ২০২৫)
লস অ্যাঞ্জেলেসে কর্তব্য পালন করছে ন্যাশনাল গার্ড ও ইউএস মেরিন সদস্যরা। ছবি: এএফপি (১৭ জুন, ২০২৫)

আদালতের এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, 'এটা একটা বড় জয়।'

ট্রাম্প বলেন, 'যুক্তরাষ্ট্রের শহরগুলোতে যদি দেশের মানুষের সুরক্ষার প্রয়োজন হয়, আর সেসব ক্ষেত্রে, কোনো কারণে যদি অঙ্গরাজ্য ও স্থানীয় পুলিশ তা দিতে ব্যর্থ হয়, তাহলেই আমরাই তাদেরকে সেই সুরক্ষা দেব। যাতে কাজ হয়।'

গত সপ্তাহে নিম্ন আদালতের এক বিচারক ট্রাম্পকে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও গভর্নর নিউসমের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্টের ওই সিদ্ধান্ত 'বেআইনি।

নিউসম নিম্ন আদালতের সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, ট্রাম্প 'কোনো সম্রাট বা রাজা নন, এবং তার উচিত এ ধরণের আচরণ করা বন্ধ করা।'

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ফাইল ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ফাইল ছবি: রয়টার্স

স্থানীয় কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও ন্যাশনাল গার্ডের পাশাপাশি ৭০০ মার্কিন মেরিনকেও লস অ্যাঞ্জেলেসে পাঠান ট্রাম্প। তিনি দাবি করেন, স্থানীয় প্রশাসন 'জ্বলন্ত' শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে।

১৯৬৫ সালের পর এটাই ছিল স্থানীয় গভর্নরের আপত্তি সত্ত্বেও কোনো অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রথম ঘটনা।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সর্বশেষ রায় দেওয়া বিচারক প্যানেলের তিন সদস্যের মধ্যে দুইজনকে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন আপিল আদালতের নবম সার্কিট প্যানেলের অপর  সদস্যকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago