কাঁঠাল পাড়া নিয়ে দ্বন্দ্ব, ভাবিকে ছুরিকাঘাতে হত্যা

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাঁঠাল পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুর উপজেলার চাঁনপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালী গ্রামের সালাম মিয়ার স্ত্রী।

অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। উভয়েই বিবাহিত, তাদের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। আজ সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠাল নিজের বলে দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে ভাবি সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই সোভার মৃত্যু হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পাঠায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago