খেলাধুলা রাজনীতিমুক্ত রাখা উচিত: মির্জা ফখরুল

ছবি: স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি এখন তার জীবনের কেন্দ্রবিন্দু হলেও তিনি কখনো ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ সমর্থন করেননি।

তিনি বলেন, 'আমি সব সময় বিশ্বাস করি, খেলাধুলাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা উচিত।'

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত 'মির্জা রুহুল আমিন স্মৃতি' টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, 'যারা দক্ষ, তাদেরই খেলার সুযোগ পাওয়া উচিত। আর সবচেয়ে বড় জিনিস—যারা মাঠে খেলেন, তাদের হৃদয়টা অনেক বড় হয়, এটা প্রমাণিত।'

'খেলাধুলায় আমরা কোনো রাজনৈতিক মতাদর্শ বা দলীয় বিভাজন দেখিনি। আমাদের সময়েও তাই ছিল। আমরা ভিন্ন দল বা মতবাদ সমর্থন করতাম, কিন্তু ক্রিকেটের সময় আমরা সবাই এক হয়ে যেতাম,' স্মৃতিচারণ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের সব সময় মনে রাখতে হবে—এই দেশ আমাদের, অন্য কারও নয়। এ দেশ গড়ার দায়িত্ব আমাদেরই।'

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এখনই সময়, দেশকে নতুন করে গড়ে তোলার।

ঠাকুরগাঁওয়ের ক্রীড়ানুরাগীদের উদ্দেশে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, দল-মতের ঊর্ধ্বে উঠে জেলার ক্রীড়াবান্ধব মানুষ খেলাধুলা বিকাশে একসঙ্গে কাজ করবে।'

সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'ছাত্র-জনতার জাগরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই আন্দোলনে অনেকেই, বিশেষ করে শিক্ষার্থীরা জীবন উৎসর্গ করেছে। আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, টুর্নামেন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি নূর-এ-শাদাত সজল ও ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ।

গত ৮ মে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে পাবনা ক্রিকেটার্স দল ছয় উইকেটে দিনাজপুর ডমিনেটরসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Child rape cases in Bangladesh have surged by nearly 75 percent in the first seven months of 2025 compared to the same period last year, according to data from Ain o Salish Kendra (ASK).

3h ago