‘বিনা উসকানিতে’ তেহরানে হামলা ‘অন্যায্য’: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

'কোনো ধরনের প্ররোচনা ছাড়াই' ইরানে হামলা চালানোর ঘটনাকে 'অন্যায্য' বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ক্রেমলিন ইরানের জনগণকে সহায়তা করার চেষ্টা করছে।

আরাকচিকে পুতিন বলেন, এটি ইরানের বিরুদ্ধে একেবারেই বিনা উসকানিতে আগ্রাসন, যা 'ন্যায্য নয়'।

গত ১৩ জুন থেকে ইরানে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। সবশেষ গতকাল যুক্তরাষ্ট্রও ইরানের ফোরদোসহ তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়। বর্তমানে ইসরায়েল-ইরান দেশ দুটি একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোরদোর 'অত্যন্ত গুরুতর' ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি। সবশেষ আজসহ মোট তিন দফায় ফোরদোয় হামলা চালিয়েছে ইসরায়েলও।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

40m ago