ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ে রেফারিং নিয়ে ক্ষুব্ধ সিমিওনে

ক্লাব বিশ্বকাপে 'বি' গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার জন্য পিএসজির পাশাপাশি ফেভারিট ছিলো অ্য্যাতলাটিকো মাদ্রিদ। কিন্তু স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো হারিয়েও লাভ হয়নি, গোল ব্যবধানে ছিটকে যায় তারা। এই ব্যর্থতায় নিজের দলের পারফরম্যান্সে সমস্যা দেখেছেন না কোচ দিয়াগো সিমিওনে। বরং রেফারিংয়ের মান নিয়ে  ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সোমবার রাতে বোটাফোগোকে ১-০ গোলে হারায় অ্যাতলেটিকো। তিন দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে গ্রুপ সেরা হয়ে পিএসজি ও রানার্সআপ হয়ে পরের পর্বে যায় বোটাফোগো।

ম্যাচ শেষে নিজের দলের প্রশংসা করে দিয়েগো সিমিওনে বলেন, 'ছেলেদের পারফরম্যান্সে আমি গর্বিত। ওরা উজাড় করে দিয়ে খেলেছে। তিন ম্যাচের দুটি জিতেছি আমরা, তারপরও দুঃখজনকভাবে বাদ পড়ে গেলাম।'

টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার হতাশা প্রকাশ করে তিনি দায় দেন রেফারির উপর, 'ছয় পয়েন্ট পাওয়া খারাপ না। তবে পিএসজির বিপক্ষে ম্যাচটিই সব এলোমেলো করে দিল। ওই ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আজকের ম্যাচেও আমাদের একটি পেনাল্টির ভিএআর রিভিউয়ে বদলে যায়। তবে হ্যাঁ, আমাদের উন্নতি করতে হবে।'

কোচ সরাসরি রেফারিকে দায়ী করলেও দলের তারকা আঁতোয়ান গ্রিজমান মনে করেন নিজেদের সেরাটা দিতে না পারাতেই নকআউটে যেতে পারেননি তারা।

এই গ্রুপ থেকে অনেকটা চমক হয়ে নকআউটে গেল ব্রাজিলের বোটাফাগো। তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো। যদিও অ্যাতলেটিকোর বিপক্ষে জিততে পারেনি।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

21h ago