পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান, ‘শূন্য’ থেকে শুরুর কথা বলছে ইসরায়েল

নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম পরিশোধনে ব্যবহৃত সেন্ট্রিফিউজ দেখা যাচ্ছে। ফাইল ছবি: ইরানের সরকারি টিভিতে প্রচারিত ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত/২০২১
নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম পরিশোধনে ব্যবহৃত সেন্ট্রিফিউজ দেখা যাচ্ছে। ফাইল ছবি: ইরানের সরকারি টিভিতে প্রচারিত ভিডিও থেকে স্ক্রিণশট/সংগৃহীত/২০২১

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার 'প্রয়োজনীয় উদ্যোগ' নিয়েছে বলে জানিয়েছে ইরান সরকার।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন।

ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উভয় দেশই দাবি করেছে তারা দেশটির পরমাণু কর্মসূচি 'ধ্বংস' করে দিয়েছে। তবে ইরানের দাবি ভিন্ন।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন, 'আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। ক্ষয়ক্ষতি যাচাই করছি।'

'(পরমাণু স্থাপনার) কার্যক্রম আবার শুরুর পরিকল্পনা আগেই প্রস্তুত রাখা হয়েছিল। আমাদের কৌশল এটাই ছিল যাতে উৎপাদন ও সংশ্লিষ্ট সেবায় বিঘ্ন না ঘটে,' যোগ করেন তিনি।

গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, ইস্পাহান ও নাতাঞ্জের পরমাণু পরিশোধন স্থাপনায় হামলা চালায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলাকে 'অসামান্য সামরিক সাফল্য' হিসেবে অভিহিত করেন। তবে হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ইরানের নাতাঞ্জ পরমাণু গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: এএফপি
ইরানের নাতাঞ্জ পরমাণু গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক উপদেষ্টা জানান, দেশটির কাছে এখনো পরিশোধিত ইউরেনিয়ামের মজুত আছে। এখনো 'খেলা শেষ হয়নি' বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সোমবার ইসরায়েল আবারও ফোরদোয় বিমান হামলার দাবি জানায়।

ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। ইরানও এতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি।

এ দিকে, আজ ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্টকে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ বলেন, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি 'শূন্য' থেকে শুরু করতে হবে।

 

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago