যে নাটক বদলে দিয়েছে অপূর্বর ক্যারিয়ার

জিয়াউল ফারুক অপূর্ব | ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেড় দশক ধরে টিভি নাটকে অভিনয় করছেন। রোমান্টিক নায়ক হিসেবে শীর্ষ অবস্থান গড়ে তুলেছেন। নাটক ছাড়াও সিনেমা এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

তবে, 'বড় ছেলে' নাটকটি তার ক্যারিয়ার বদলে দেয়।

শোবিজে অপূর্বর ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। তার করা প্রথম বিজ্ঞাপনটি পরিচালনা করেন অমিতাভ রেজা চৌধুরী। সেটি ছিল নেসক্যাফের একটি বিজ্ঞাপন। তারপর থেকে টানা শোবিজে কাজ করে যাচ্ছেন। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

মডেলিং থেকে একসময় নাটকে অভিনয় শুরু করেন। প্রথম অভিনীত নাটকের নাম 'বৈবাহিক'। পরিচালনা করেন গাজী রাকায়েত। গল্পটা ২০০৬ সালের। সেই থেকে ১৮ বছর ধরে শোবিজে কাজ করছেন অপূর্ব।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এদেশের টিভি নাটকের বেশিরভাগ পরিচালকের পরিচালনায় তিনি অভিনয় করেছেন। তার সময়ের শীর্ষ নায়িকাদের বিপরীতেও তিনি অভিনয় করেছেন। অনেক নায়িকার সঙ্গেই তার জুটি গড়ে উঠেছে। টিভি নাটকের নতুন জেনারেশনের নায়িকাদের বিপরীতেও তিনি অভিনয় করছেন বর্তমানে।

ভালোবাসা দিবস থেকে শুরু করে সবগুলো বিশেষ দিবসের নাটকে তার উপস্থিতি দেখা গেছে সব সময়। এখানেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন।

‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অপূর্ব। ছবি: সংগৃহীত

টিভি নাটকে নানারকম চরিত্রে অভিনয় করে যাচ্ছেন অপূর্ব। কিন্তু রোমান্টিক নায়ক হিসেবে বেশি সাড়া পেয়েছেন। তার দীর্ঘ ক্যারিয়ারে তুমুল সাড়া জাগানো নাটক অনেক রয়েছে। তবে, 'বড় ছেলে' নাটকটি তার ক্যারিয়ার সবচেয়ে বেশি বদলে দেয়। কেননা, সব তারকার ক্যারিয়ারে কম বেশি উত্থান-পতন দেখা যায়। তেমনি করে তার ক্যারিয়ারেও কিছুটা হয়েছে। কিন্তু 'বড় ছেলে' প্রচার হওয়ার পর তাকে কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি।

কোটি কোটি দর্শকরা 'বড় ছেলে' নাটকটি দেখেছেন। এই নাটকটি তাকে নিয়ে গেছে অনেক উঁচুতে, ভিন্ন একটি মাত্রা যোগ করেছে তার ক্যারিয়ারে। টিভি নাটকের মানুষেরা একবাক্যে স্বীকার করেছেন—'বড় ছেলে' অপূর্বর ভাগ্য বদলে দিয়েছে। সেই সঙ্গে বদলে দিয়েছে তার ক্যারিয়ারও।

'বড় ছেলে' দর্শকরা এতটাই বেশি করে গ্রহণ করেন, দীর্ঘ কয়েক বছর নাটকটির ভিউ সবচেয়ে বেশি ছিল, এদেশের টিভি নাটকের ইতিহাসে। ছোট-বড় সব বয়সী দর্শকরা এই নাটক পছন্দ করেছেন। তরুণ-তরুণীদের ভীষণ পছন্দের নাটক এটি।

প্রেম-ভালোবাসা ও টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত 'বড় ছেলে' নাটকটি সবাইকে ছুঁয়ে গেছে। পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: স্টার

'ব্যাকডেটেড' নামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন অপূর্ব। 'গ্যাংস্টার রিটার্ন' চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। কিন্তু সিনেমায় নয়, তার ক্যারিয়ার মজবুত আছে নাটকে।

বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তার মধ্যে 'বুকের মধ্যে আগুন' ও 'গোলাম মামুন' ওয়েব সিরিজ দুটি তাকে দর্শকপ্রিয়তা দিয়েছে।

কলকাতায় 'চালচিত্র' নামের একটি সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব। ২৭ জুন অভিনেতা অপূর্বর জন্মদিন।

Comments

The Daily Star  | English
Election in Bangladesh

Why are we trying to make the election uncertain?

Those who are working to prevent the election should question themselves as to how the people will be empowered without one.

9h ago