বর্ধিত ক্লাব বিশ্বকাপের কড়া সমালোচনা ক্লপের

ফুটবলের নতুন বর্ধিত ক্লাব বিশ্বকাপ ফরম্যাটকে কড়া ভাষায় সমালোচনা করেছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে, এটি ফুটবলের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি।

জার্মান পত্রিকা ডাই ওয়েল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, 'এই টুর্নামেন্ট একেবারেই অপ্রয়োজনীয়। যারা এটা জিতবে, তারাই সবচেয়ে দুর্ভাগ্যজনক জয়ী হবে, কারণ পুরো গ্রীষ্মজুড়ে খেলার পর তাদের আবার লিগে ফিরে যেতে হবে।'

নতুন ফরম্যাট অনুযায়ী, ৩২টি দল নিয়ে প্রতি চার বছর পর একবার হবে ক্লাব বিশ্বকাপ, যা আয়োজন করা হবে গ্রীষ্মে, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর মধ্যবর্তী সময়ে। অর্থাৎ খেলোয়াড়দের ছোট বিরতিটুকুও চলে যাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে। ক্লপ বলেন, 'এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এমন মানুষজন, যারা ফুটবলের দৈনন্দিন বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না।'

এ ধরণের প্রতিযোগিতা খেলোয়াড়দের উপর শারীরিক ও মানসিক চাপ তৈরি করে জানিয়ে সতর্ক করে বলেন, 'আজকের দিনে ফুটবলারদের বিশ্রামের সময় কমে যাচ্ছে। এতে করে খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।'

'খেলার সংখ্যা খুব বেশি হয়ে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি, আগামী মৌসুমে আমরা এমন ইনজুরি দেখব, যা আগে কখনও দেখিনি। যদি তখন না-ও হয়, তবে ক্লাব বিশ্বকাপের সময় কিংবা এর পর দেখা যাবে। খেলোয়াড়দের শরীর ও মন—কোনোটাই সঠিকভাবে রিকভার করার সুযোগ পাচ্ছে না,' যোগ করেন ক্লপ।

২০২৪ সালে লিভারপুলে সফল নয় বছরের অধ্যায় শেষ করেন ক্লপ। বর্তমানে তিনি রেড বুলl ফুটবল নেটওয়ার্কের গ্লোবাল হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে আরবি লাইপজিগ ও নিউ ইয়র্ক রেড বুলসসহ একাধিক ক্লাব।

সাক্ষাৎকারে ক্লপকে জিজ্ঞাসা করা হয়েছিল—তিনি আবার কোচিংয়ে ফিরবেন কি না?

জবাবে তিনি বলেন, 'না, আমি আর কোচ হতে চাই না। আমার বর্তমান কাজ আমাকে পরিপূর্ণ করে, যদিও এটি যথেষ্ট ব্যস্ত একটি দায়িত্ব। এখন আর আমি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কাজ করি না, নিজের কাজ নিজের মতো গুছিয়ে নিতে পারছি।'

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

33m ago