হাজারীবাগে পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

বার্ন ইনস্টিটিউট
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় একটি বাড়ির পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—চামড়া ব্যবসায়ী মো. জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগনে এইচ এম শাহপরান বলেন, হাজারীবাগের ওই দোতলা বাড়িটি জিয়া উদ্দিনের নিজের। বেলাল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকেন। গতকাল বিকেলে বাড়ির পানির ট্যাংকটি পরিষ্কার করতে নামেন বেলাল। ট্যাংকের ভেতরে অন্ধকার থাকায় তিনি বিদ্যুৎ–সংযোগ দিয়ে একটি বাতি জ্বালানোর চেষ্টা করেন। এ সময় পাশে দাঁড়িয়েছিলেন বাড়ির মালিক জিয়া উদ্দিন ও তার দুই মেয়ে। তখনই ট্যাংকের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারজনই দগ্ধ হন।

তিনি আরও জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা গ্যাস বৈদ্যুতিক স্ফুলিঙ্গের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধ বেলালের শরীরের ১৭ শতাংশ, জিয়ার ৪ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ ও নাজিয়ার ৬ শতাংশ পুড়ে গেছে। বেলালকে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Industrial output soars, but where are the jobs?

Over the past decade, more and more industries have sprung up across the country, steadily increasing production. But while output rose, factories did not open their doors to more workers.

9h ago