মঙ্গোলিয়ায় এলএনজি বহনকারী ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ৬

উলানবাটরে এলএনজি ট্রাকে গ্যাস বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড। নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস। ছবি: এএফপি
উলানবাটরে এলএনজি ট্রাকে গ্যাস বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড। নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস। ছবি: এএফপি

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে এলএনজি বহনকারী একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে ৬ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

আজ বুধবারের এই দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে এএফপি।

ট্রাকটি ৬০ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহন করছিল। মঙ্গোলিয়ার স্থানীয় সময় ভোরবেলায় ট্রাকটি একটি গাড়িতে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গোলিয়ার জাতীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) তাদের ওয়েবসাইটে এই তথ্য জানায়।

এনইএমএ'র ওয়েবসাইট থেকে জানা গেছে, নিহতদের মধ্যে তিন জন যাত্রী ও তিন জন ফায়ার সার্ভিসের সদস্য। ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত চার শিশুর মধ্যে একজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। বাকি তিনজন হাসপাতালের তত্ত্বাবধানে আছে।

উলানবাটরে এলএনজি ট্রাকে গ্যাস বিস্ফোরণের কারণে  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: এএফপি
উলানবাটরে এলএনজি ট্রাকে গ্যাস বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: এএফপি

ওয়েবসাইটের বিবৃতি মতে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন এবং ফায়ার সার্ভিস ইতোমধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

এনইএমএ'র দেওয়া ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে আগুনের বড় বড় শিখায় পুরো সড়ক ছেয়ে গেছে।

ছবিতে আরও দুইটি পুড়ে যাওয়া গাড়ির অংশবিশেষ এবং পুরো সড়কজুড়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। বিস্ফোরণের দমকে পাশের একটি স্কুলের জানালাগুলো উড়ে যায়।

এএফপির এক সাংবাদিক ঘটনাস্থলে ট্রাকের অংশবিশেষ দেখতে পান। বাঁকা হয়ে যাওয়া ধাতু ছাড়া ট্রাকের আর কিছুই অবশিষ্ট নেই।

কাছে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ধ্বংসস্তুপ পরিষ্কার করার কাজ সহজ করতে আশেপাশের সড়কগুলো বন্ধ করে রেখেছে।

মঙ্গোলিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এই ঘটনা দুঃখ প্রকাশ করেছেন।

 

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

12h ago