দুই সপ্তাহে জাপানে ৯০০ ভূমিকম্প

গত দুই সপ্তাহে জাপানের দক্ষিণাঞ্চলের দূরবর্তী তোকারা দ্বীপপুঞ্জে ৯০০টিরও বেশি ভূমিকম্প হয়েছে। এর ফলে আতঙ্ক ও উৎকণ্ঠায় নির্ঘুম রাত পার করছেন দ্বীপপুঞ্জের বাসিন্দারা।

বিবিসি জানায়, গত বুধবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ জানায় ২১ জুন থেকে দ্বীপপুঞ্জটিতে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। ক্ষয়ক্ষতি না হওয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে পরিস্থিতির অবনতি হলে বাসিন্দাদের অনত্র সরে যেতে নির্দেশনা দিয়েছে কতৃপক্ষ।

তোকারা দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপের মধ্যে সাতটিতে প্রায় ৭০০ জন মানুষ বসবাস করেন। এর মধ্যে দূরবর্তী কয়েকটি দ্বীপে কোনো হাসপাতাল নেই।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, তোকারা এলাকায় এর আগেও ভূমিকম্প হয়েছে, তবে এবার কম্পনের মাত্রা অন্য সময়ের তুলনায় অস্বাভাবিক।

স্থানীয় গণমাধ্যম এমবিসিকে এক বাসিন্দা বলেন, 'ঘুমাতেও ভয় লাগে, মনে হয় সবসময়ই মাটি কাঁপছে।'

ভূমিকম্পের কারণে দ্বীপপুঞ্জটির কিছু গেস্টহাউস পর্যটক আসা বন্ধ করেছে। এসব গেস্টহাউস স্থানীয়দের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে। তোশিমা গ্রামের ওয়েবসাইটে স্থানীয় মানুষদের সাক্ষাৎকার ও প্রশ্ন না করতে অনুরোধ জানানো হয়।

জাপানে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প হয়। দেশটিতে ভূমিকম্প স্বাভাবিক ঘটনা হলেও, কিছু ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। এর মধ্যে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামিতে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

কয়েক দশক ধরে বড় মাত্রার ভুমিকম্পের আশঙ্কা করছে জাপান। একশ বছর পর একবার এমন ভুমিকম্প হতে পারে বলে আশঙ্কা কতৃপক্ষের। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এরকম ভূমিকম্পে তিন লাখেরও বেশি মানুষ প্রাণ হারাতে পারেন।

Comments

The Daily Star  | English
Can monetary policy rescue the economy?

Can monetary policy rescue the economy?

The question remains whether this policy can rescue the economy from the doldrums and place it firmly on the path of vibrancy.

7h ago