চট্টগ্রামে হাজিদের নিয়ে আসা উড়োজাহাজ বিকল, ২ ঘণ্টা রানওয়ে বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে আটকে পড়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা।

বিমানবন্দর সূত্র জানায়, আজ শনিবার সকালে সৌদি আরবের মদিনা থেকে আসা উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায়। এতে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। বেশ কয়েকটি ফ্লাইটের সিডিউল বিপর্যয় ঘটায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইটটি ৩৮৭ জন হজযাত্রী নিয়ে মদিনা থেকে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে। তবে অবতরণের পর পাইলট উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি টের পান। খবর পেয়ে রানওয়ে-২৩ এর কাছে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। ত্রুটি সারানোর পর ১১টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিকে টেনে পার্কিং এলাকায় নিয়ে যাওয়া হয়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago