শ্রীলঙ্কায় কী করলেন মিম

স্বামী সনি পোদ্দারের সঙ্গে মিম। ছবি: সংগৃহীত

হুমায়ূন আহমেদের পরিচালনায় 'আমার আছে জল' সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক বিদ্যা সিনহা মিমের। এরপর আরও অনেকগুলো সিনেমা করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি স্বামী সনি পোদ্দারকে নিয়ে শ্রীলঙ্কা থেকে ঘুরে এসেছেন।

সেই গল্প শেয়ার করেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ছবি: সংগৃহীত

মিম বলেন, সব মিলিয়ে ১০ দিন ছিলাম শ্রীলঙ্কা। এবারের ভ্রমণটা অনেক আনন্দের। সেই সঙ্গে অনেক স্মৃতিময় হয়ে থাকবে। কেননা, ১০ দিনে শ্রীলঙ্কার এত সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, দ্বিতীয়বার আর না গেলেও হবে। অনেক কিছু দেখেছি এবং ভীষণ মুগ্ধতা নিয়ে ফিরেছি।

ছবি: সংগৃহীত

'সনি ও আমি ছুটি পেলেই ঘুরতে পছন্দ করি। আমাদের মেইন টার্গেট ঘুরতে যাওয়া। সেভাবে যখনই সময় বের করতে পারি, ঘুরতে যাই।'

ছবি: সংগৃহীত

এই অভিনেত্রী বলেন, শ্রীলঙ্কার অনেক জায়গা ঘুরেছি। কখনো সমুদ্রের তীরে, কখনো পাহাড়ের কাছে, কখনো চা বাগানে। চা বাগানে ঘোরার সময় মনে হয়েছে আমাদের দেশের চা বাগানের মতোই। অনেক সুন্দর চা বাগান। তার ভেতরের ট্রেনে করে যেতে যেতে দারুণ মজা করেছি। ছবি তুলেছি। দৃশ্যগুলো দেখে মন ভরে গেছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

'শ্রীলঙ্কার প্রধান শহরে মাত্র একদিন ছিলাম। এরপর শহরের বাইরে চলে যাই। ১০ দিনে প্রচুর ঘুরেছি। মনে হচ্ছে, ভালো ভালো সবকিছু ঘুরেছি। সত্যি কথা বলতে, ঘোরার পর অনেক ভালো লেগেছে। অন্যরকম অনুভূতি হয়েছে, যা মনে থাকবে অনেকদিন।'

ছবি: সংগৃহীত

মিম বলেন, শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে একটি বিষয় বারবার মনে হয়েছে, ওরা অনেক ক্লিন। অনেক পরিষ্কার সবকিছু। আর মানুষগুলো ভীষণ সহযোগিতা-পরায়ণ। সাহায্য করার মানসিকতা সবার মধ্যে দেখেছি। সত্যিই মন ভরে গেছে। যতগুলো জায়গায় ঘুরেছি সবই ভালো লেগেছে।

ছবি: সংগৃহীত

'এর আগে আমরা দুজন ব্যাংকক ঘুরতে গিয়েছিলাম। সেখানেও দারুণ দারুণ স্মৃতি জমা হয়েছে। অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। আসলেই ভ্রমণ মন ভালো করে দেয়। সেজন্য বছরের বিভিন্ন সময়ে দুজনে যখন ছুটি বের করতে পারি, তখনই ঘুরতে যাই।'

Comments

The Daily Star  | English
Hilsa fish production in Bangladesh

Hilsa: From full nets to lighter hauls

This year, fishermen have been returning with lesser catches and bigger losses.

12h ago