বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করলেন অবসর ভেঙে ফেরা শেজনি

অবসর ভেঙে গত বছরের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন ভয়চেখ শেজনি। চোটে পড়া মার্ক-আন্ড্রে টের স্টেগেনের অনুপস্থিতিতে সবশেষ মৌসুমে স্প্যানিশ ক্লাবটির মূল গোলরক্ষক হয়ে ওঠেন তিনি। নাটকীয় পথচলায় এবার কাতালানদের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করলেন তিনি।

সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার শিরোপাধারী বার্সা। ৩৫ বছর বয়সী পোলিশ তারকা শেজনি আগামী ২০২৭ সাল পর্যন্ত দলটিতে থাকবেন।

গত বছরের আগস্টে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শেজনি। তবে বার্সার ডাকে সাড়া দিয়ে কয়েক মাস পরই খেলায় ফেরেন তিনি। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দলটির মূল গোলরক্ষক টের স্টেগেন পুরো মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় তার শরণাপন্ন হয়েছিল কাতালানরা। দুই পক্ষের মধ্যে তখন চুক্তি হয়েছিল এক মৌসুমের জন্য।

২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগার পাশাপাশি কোপা দেল রের শিরোপা জেতেন শেজনি। চুক্তি নবায়নের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, একটি অদ্ভুত প্রেক্ষাপটে অপ্রত্যাশিত আগমনের পর গোলপোস্টের মাঝে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর স্বীকৃতি ও পুরষ্কার এটি।

টের স্টেগেন চোটে পড়ার পর শুরুর একাদশে গোলরক্ষক হিসেবে প্রথমে ইনাকি পেনিয়াকে খেলাচ্ছিল বার্সা। তবে শেজনি বেশ দ্রুতই ক্যাম্প ন্যুর ক্লাবটির কোচ হান্সি ফ্লিকের আস্থা অর্জন করে নেন। শেষমেশ তিনিই হয়ে ওঠেন মূল গোলরক্ষক। সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নামেন ৩০ ম্যাচে।

বার্সেলোনার স্কোয়াডে গোলরক্ষকের সংখ্যা এখন চারজন। শেজনি, টের স্টেগেন ও পেনিয়া ছাড়াও আছেন হোয়ান গার্সিয়া। গত মাসে ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক গার্সিয়াকে দলে টানে বার্সা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়ল থেকে তাকে কিনতে প্রাথমিকভাবে দুই কোটি ৫০ লাখ ইউরো খরচ হয়েছে তাদের। তবে বিভিন্ন শর্ত মিলিয়ে খরচের অঙ্কটা আরও বাড়তে পারে।

কোনো একজন গোলরক্ষককে তাই নিশ্চিতভাবেই দল ছাড়তে হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, পেনিয়া ইতোমধ্যে নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছেন এবং ভালো দাম পেলে টের স্টেগেনকেও ছেড়ে দিতে তৈরি আছে বার্সা।

পোল্যান্ডের জার্সিতে ৮৪ ম্যাচ খেলা শেজনির ক্লাব ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৭ সাল থেকে সাত মৌসুম জুভেন্তাসের ডেরায় থেকে তিনটি সিরি আ জেতেন তিনি। এর আগে ছিলেন আর্সেনালে। ২০০৯ সাল থেকে জুভেন্তাসে যোগ দেওয়ার আগ পর্যন্ত আর্সেনালের পক্ষে খেলে দুটি এফএ কাপ জয়ের স্বাদ নেন। মাঝে ধারে খেলেন ব্রেন্টফোর্ড ও এএস রোমায়।

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

9h ago