‘উৎসব এখন মহোৎসব’

আফসানা মিমি। ছবি: স্টার

নব্বই দশকের টেলিভিশন নাটকের অন্যতম শীর্ষ তারকা অভিনয়শিল্পী আফসানা মিমি। অনেক আলোচিত নাটকে অভিনয় করেছেন। পেয়েছেন বিপুল দর্শকপ্রিয়তা। এখনো অভিনয়ে সরব তিনি। এবার 'উৎসব' সিনেমা দিয়ে ফের আলোচনায় এসেছেন তিনি।

'উৎসব' সিনেমাসহ নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আফসানা মিমি।

আফসানা মিমি বলেন, যখন আমরা ২০২৪ সালে যখন 'উৎসব' সিনেমার শুটিং করি, তখন বলা হতো এটি হবে আমাদের মহা-উৎসব। কিন্তু এক বছর পর 'উৎসব' হলে মুক্তি পেল। দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। এখন সত্যি সত্যি 'উৎসব' সিনেমার মহোৎসব চলছে। দর্শকরা আমাদের সঙ্গে মহোৎসবে মেতেছেন। এটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য বড় পাওয়া।

'অনেক বছর ধরে সিনেমা নির্মাণ হয়ে আসছে। রেস্তোরাঁয় যেমন হরেক রকম খাবার থাকে, কে কোন খাবার দেবে, প্রতিযোগিতা হতেই পারে, হরেক রকম সিনেমাও হবে। অনেক সিনেমা হচ্ছে। সব সিনেমার জন্য হয়তো পৃষ্ঠপোষকরা (প্রযোজক) ভরসা পাননি। তানিম নূর 'উৎসব' নির্মাণ করে সেই ভরসার জায়গাটা রাখতে পেরেছেন।'

এই অভিনেত্রী বলেন, উৎসব মুক্তির পর অনেকগুলো হলে গিয়েছি আমি। অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি দেখেছি, একটি পরিবার থেকে ২৫-৩০ জন একসঙ্গে উৎসব দেখতে এসেছেন। এত এত ভালোবাসা পাচ্ছি এই সিনেমা করে যা বলে শেষ করার নয়। এই ভালোবাসার শেষ হওয়ার নয়। যেখানেই গিয়েছি দর্শকদের ভালোবাসা পেয়েছি। দর্শকরা বলেছেন, অনেক বছর পর একটি ভালো সিনেমা দেখলাম।

'হুইল চেয়ারে করেও দর্শকরা উৎসব দেখতে এসেছেন। ভাবা যায়? আমরা অবাক হয়েছি। আপ্লুত হয়েছি। আমার এক বন্ধুর সন্তানদের পরীক্ষা চলছিল। ওই বন্ধুটি বলেছেন, এখন তো উৎসব দেখতেই হয়, না দেখলে তো চলেই না। উৎসব না দেখলে কোথাও গিয়ে আড্ডাও দিতে পারছি না। তারপর পরিবারের সবাইকে নিয়ে দেখেছেন।'

আফসানা মিমি বলেন, উৎসব মুক্তির পর প্রথম যেদিন উত্তরায় দেখি, সেদিন এক ভদ্রলোক তার দুই বাচ্চাদের নিয়ে এসেছিলেন। সিনেমাটি দেখে তিনি বলেছেন, ৪০ বছর পর তিনি হলে এসেছেন। এসব তো উৎসব সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসা। আমরা যারা উৎসব সিনেমায় অভিনয় করেছি, তারা একটি কথা বলি, উৎসব সবার সিনেমা। এই সিনেমা বড় একটি ভরসা দেয় দর্শকদের।

পরিচালক তানিম নূরকে নিয়ে তিনি বলেন, একবছর আগে প্রথম কাজটি নিয়ে কথা হয় তার সঙ্গে। তখন তানিম নূর বলেছিলেন, আপু, আপনাকে ও জাহিদ ভাইকে একসঙ্গে দেখতে চাই। নব্বইয়ের সেই ফিলটা ফিরিয়ে আনতে চাই। তার কথা শুনে ভালো লেগেছিল। বলেছিলাম, নিশ্চয়ই! এটা তো অনেক আনন্দের ব্যাপার।

'তারপর শুটিং করি। কথায় আছে—নিয়তের সঙ্গে নিয়তির সম্পর্ক আছে। সৎ নিয়ত নিয়ে কাজ করলে সাফল্য আসবেই। তাই হয়েছে। তানিম নূরের সঙ্গে কাজ করে মনে হয়েছে, একজন স্নিগ্ধ মনের মানুষ। শুদ্ধ মনের মানুষ। শুদ্ধ চিন্তা নিয়ে কাজ করেন।'

জাহিদ হাসানকে নিয়ে মিমি বলেন, উৎসব সিনেমার মধ্যে দিয়ে আমি ও জাহিদ অনেক বছর পর একসঙ্গে কাজ করেছি। জাহিদের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। মজার ব্যাপার হচ্ছে, এত বছর পর আমরা দুজনে কাজ করলাম, কিন্তু কখনো মনেই হয়নি দীর্ঘদিন পর ফিরেছি। মনে হয়েছে দুই দিন আগেই হয়তো কাজ করেছি।

'আমি ও জাহিদ নক্ষত্রের রাতসহ অনেকগুলো নাটক করেছি। এখনো দর্শকরা নক্ষত্রের রাত নাটকের কথা বলেন। আমারও পরাণ যাহা চায় নাটকের কথা বলেন। এত বছর আগের কাজের কথা দর্শকরা মনে রেখেছেন। ওর সঙ্গে বোঝাপড়াটা ভালো। ওর কাজে সবসময় মুগ্ধ আমি। উৎসব সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। ভালো একজন বন্ধু সে। অনেক বছরের পথচলা আমাদের।'

সবশেষে তিনি বলেন, গল্প ও অভিনয়ই সব। দর্শকরা ভালো গল্পের জন্য অপেক্ষা করেন।

Comments

The Daily Star  | English

Crime ‘stable’ at 11 murders, 15 rapes a day!

The chief adviser's press wing goes on to assert that the official crime statistics from September 2024 to June 2025 do not "completely" support the claim that crime is sharply rising this year.

13h ago