মেসি প্রতি তিন দিনে নতুন রেকর্ড গড়ছে: মাশ্চেরানো

Lionel Messi

তিন দিন আগেই নতুন রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে করেছিলেন জোড়া গোল। এবার নিজের রেকর্ডই পেছনে ফেললেন তিনি। পঞ্চম ম্যাচেও জোড়া গোল করলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। এমএলএসে মেসির নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। 

সান্টা ক্লারার অনুষ্ঠিত ম্যাচে নাশভিল এসসিকে ২–১ গোলে পরাজিত করার ম্যাচে দুটি গোলই করেন মেসি। তারমধ্যে একটি গোল আসে ফ্রি-কিক থেকে। এটি মেসির ৬৯তম ফ্রি-কিকের গোল।

ম্যাচে প্রথম গোল আসে নিখুঁত একটি ফ্রি-কিক থেকে, ১৭তম মিনিটে। দ্বিতীয় গোল আসে গোলরক্ষকের দুর্বল ক্লিয়ারেন্স থেকে—মেসি বল পেয়ে সহজে জালে পাঠিয়ে দেন। এই জয়ে ইন্টার মিয়ামি তাদের পাঁচ ম্যাচে পঞ্চম জয় নিশ্চিত করেছে।

আরেকটি রেকর্ডময় ম্যাচের পর কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো মেসিকে নিয়ে বলেন, 'সে প্রতি তিন দিনে নতুন রেকর্ড গড়ছে… ও আমাদের নেতৃত্ব দিচ্ছে। এটা এক ধরনের আশীর্বাদ যে এখন এই সময় তাকে কাছ থেকে দেখছি।'

মেসির পুরনো সতীর্থ মাশ্চেরানো যোগ করেন, 'ওর মেশিনের মতো ওঠা-নামা আমরা মনিটর করছি—উপযুক্ত সময় বিশ্রামের ব্যবস্থা করব।'

মেসি চলতি এমএলএস মৌসুমে ১৬ ম্যাচে ১৬টি গোল করে শীর্ষ গোলদাতাদের তালিকায় আছেন। সমান গোল নিয়ে শীর্ষে রয়েছেন নেইলসভিলের স্যাম সারিজও ।

Comments

The Daily Star  | English

Digital banks must have Tk 300 crore paid-up capital: Bangladesh Bank

The banking watchdog refixed and raised the amount, which was Tk 125 crore earlier

59m ago