ধানমন্ডির সাবেক ওসি ইকরামের বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দের নির্দেশ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগে করা মামলায় তাদের স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

এ সম্পদের মধ্যে আছে ৫টি ফ্ল্যাট, একটি ৬ তলা ভবন ও প্রায় ৭০ কাঠা জমি।

এসব সম্পদের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা এবং এগুলো ঢাকার গুলশান, ধানমন্ডি, বাড্ডা, কেরানীগঞ্জ ও গোপালগঞ্জে অবস্থিত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব সম্পদ জব্দের আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেনের আবেদনে বলা হয়, সাবেক ওসি ইকরাম, তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা ও তাদের সহযোগীরা অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ অর্জন করেছেন।

ইকরাম বর্তমানে ফরিদপুরে সিআইডির পরিদর্শক হিসেবে কর্মরত আছেন বলেও উল্লেখ করা হয় আবেদনে।

দুদকের আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অভিযুক্তরা তাদের এসব সম্পদ দ্রুত অন্যত্র সরানোর চেষ্টা করছেন। যদি তারা সম্পত্তি স্থানান্তর করেন তবে তাদের বিরুদ্ধে চলমান তদন্ত বাধাগ্রস্ত হবে।

আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আদেশ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

1h ago