হুমকি-ধামকি দিয়ে এনসিপির গণজোয়ার আটকানো যাবে না: নাহিদ ইসলাম

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে বরিশাল নগরী নগরীর ফজলুল হক এভিনিউতে পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা | ছবি: টিটু দাস/স্টার

হুমকি-ধামকি দিয়ে এনসিপির গণজোয়ার আটকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে বরিশাল নগরী নগরীর ফজলুল হক এভিনিউতে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, 'এনসিপি যখন রাস্তায় নেমেছে, কোনো হুমকি-ধামকি দিয়ে এই গণজোয়ার আটকানো যাবে না।'

তিনি বলেন, '৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, আজকে আমাদের লক্ষ্য সংসদ ভবন।'

এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজ বললে একটি দল মন খারাপ করে। আমরা যখন ভোট চোর বলতাম, তখনো একটি দল মন খারাপ করতো।

ছবি: টিটু দাস/স্টার

তিনি আরও বলেন, ফখরুল সাহেব বলেন বিএনপির বিরুদ্ধে কথা বললে নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা বলতে চাই, যখন কোনো ব্যক্তিকে-দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হয়, সে ফ্যাসিবাদ হবে তা নিশ্চিত। যারা জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায়, তারা আরেকটা ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে।

হাসনাত বলেন, বর্তমান নির্বাচন কমিশনের মধ্যে আমরা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। তারা বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না। ভারত থেকে বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা, ক্যান্টনমেন্ট থেকে বলেছে ইনক্লুসিভ এর কথা, আরেকটা রাজনৈতিক দল বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। বিএনপিকে আমরা বলতে চাই, আপনাদেরকে যখন বাইরে রেখে নির্বাচন করেছিল, তখন কীভাবে নির্বাচন হয়েছিল?

নির্বাচন কমিশন নৌকা প্রতীক এখনো তালিকাভুক্তির বাইরে রাখেনি, আমরা অবিলম্বে তালিকাভুক্তি থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানাই। নির্বাচন কমিশনের এক সদস্যের আপত্তির কারণে শাপলাকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনার কি চান বরিশালে প্রতিনিধি নির্বাচিত হবেন, তিনি থাকবেন ভারতে-আমেরিকায়-লন্ডনে—প্রশ্ন রাখেন তিনি।

হাসনাত বলেন, নির্বাচন কমিশনকে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

সভা পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় বক্তারা নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান।

Comments

The Daily Star  | English

Jamaat welcomes polls timeline, criticises Yunus for skipping dialogue before announcement

Expected chief adviser to hold discussions with parties regarding announcing the election timeline, it says

3h ago