‘ইতিবাচক চরিত্র পাচ্ছি না’

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত
রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

এই সময়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রাশেদ মামুন অপু। সবশেষ তার অভিনীত 'জংলি' ও 'দাগি' সিনেমা দুটি মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে নয়টি সিনেমা। কাজ করছেন নতুন ওয়েব ফিল্মেও। অভিনয় শিল্পী সংঘের নির্বাচিত সাধারণ সম্পাদকও তিনি।

দ্য ডেইলি স্টারের সঙ্গে তিনি কথা বলেছেন অভিনয়জীবনের নানা বিষয় নিয়ে।

সম্প্রতি দুটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন রাশেদ মামুন অপু। একটি ওয়েব ফিল্মের নাম 'কিল হাউজ', পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান। শুটিং করেছেন নরসিংদীর একটি রিসোর্টে।

আরেকটি ওয়েব ফিল্মের গল্প নেওয়া হয়েছে কাজী আনোয়ার হোসেনের 'আর্তনাদ' উপন্যাস থেকে। আপাতত ওয়েব ফিল্মের নাম রাখা হয়েছে 'গহীন অতল'।

রাশেদ মামুন অপু বলেন, 'কিল হাউজ' ওয়েব ফিল্মে অভিনয় করেছি আন্তর্জাতিক কিলার গ্রুপের প্রধান হিসেবে। একেবারেই ভিন্ন একটি চরিত্র আমার জন্য। অ্যাকশন-বেজড কাজ। এরকম কাজ আগে করিনি।

'কিল হাউজ ওয়েব ফিল্মের শুটিং করেছি একেবারে সিনেমার আয়োজনের মতো করে। দর্শকদের ভালো লাগবে। পরিচালক বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আমিও চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করেছি।'

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

কাজী আনোয়ার হোসেনের গল্প থেকে নেওয়া ওয়েব ফিল্ম সম্পর্কে তিনি বলেন, এখানে আমার চরিত্রটি অন্যরকম। দর্শকরা শেষ পর্যন্ত দেখতে পারবেন সুপার পজিটিভ মানুষ হিসেবে। এটি পরিচালনা করেছেন আলী রেজা গালিব। এই ওয়েব ফিল্মে সাদিয়া ইসলাম মৌ আছেন।

সাদিয়া ইসলাম মৌ সম্পর্কে তিনি বলেন, মৌ আপুর কাজের ভক্ত অনেক আগে থেকেই। এবার উনার সঙ্গে প্রথম কাজ করলাম। বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে।

বেশিরভাগ সিনেমা কিংবা ওয়েব ফিল্মে আপনাকে নেতিবাচক চরিত্রেই দেখা যায়, তাহলে কি ইতিবাচক চরিত্র করার ইচ্ছে নেই? জবাবে রাশেদ মামুন অপু বলেন, ইতিবাচক চরিত্র পাচ্ছি না। সেরকম সুপার পজিটিভ পাচ্ছি না। পেলেও সেভাবে পছন্দ হচ্ছে না।

সিনেমা নিয়ে স্বপ্নের বিষয়ে তিনি বলেন, সিনেমা মাধ্যমেই বেঁচে থাকতে চাই। ভালো কাজ করতে চাই এই মাধ্যমে। দিনশেষে সফল অভিনেতা হিসেবেই নিজেকে দেখতে চাই। চরিত্রের মধ্যে ভিন্নতা চাই।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

3h ago