‘ব্যাড প্যাচ’, ‘ট্রলের’ মাঝে ‘ক্যারেক্টার শো’ করেছেন লিটন

Litton Das

লিটন দাস এখন অনেক খুশি। হাতে সিরিজ জয়ের ট্রফি আর মুখে চওড়া হাসি নিয়ে বিমানবন্দর থেকে বের হলেন তিনি। তবে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর অবস্থা ছিলো পুরো বিপরীত। দেশে ফিরে ম্যানেজার নাফীস ইকবাল জানালেন, কোণঠাসা পরিস্থিতিতে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

শ্রীলঙ্কা সফরে এবার তিন সংস্করণের সিরিজই খেলে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হতাশার পর টি-টোয়েন্টিও হার দিয়েই শুরু হয়েছিলো। ওয়ানডে সিরিজের এক ম্যাচ খেলে রান না পাওয়া লিটন পরের দুই ম্যাচে একাদশে জায়গা পাননি। এই অবস্থায় টি-টোয়েন্টিতে নেমেও প্রথম ম্যাচে হন ব্যর্থ।

দলের হারে, নিজের ব্যাটে রান খরা মিলিয়ে প্রবল চাপে পড়েন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে খেলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। দলের জয়ে হন ম্যাচ সেরা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে করেছেন গুরুত্বপূর্ণ ৩২ রান। উইকেটের পেছনে দক্ষতার পাশাপাশি নেতৃত্বে মুন্সিয়ানায় সিরিজ সেরাও হয়েছেন লিটন।

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে দলের হয়ে কথা বলেন ম্যানেজার নাফীস। গণমাধ্যমে তার প্রশংসা অধিনায়ককে ঘিরে,  'তার (লিটনের) জন্য এটা সহজ ছিল না। ও যেভাবে সিরিজে আসছিল, ব্যাড প্যাচ (বাজে ফর্ম) একটা যাচ্ছিল। আমরা জানি, আমাদের ব্যাড প্যাচ গেলে, যেহেতু বাংলাদেশের সবাই খুব ইমোশনাল, সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল করা হয়। এভাবে ফিরে আসা সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে, অসাধারণ ভূমিকা পালন করেছে। ও নিজের ক্যারেক্টার শো করেছে, আশা করি এবং দোয়া করব, যেন এটা ধরে রাখে।'

শ্রীলঙ্কার মাঠে প্রথমবার কোন সংস্করণে সিরিজ জেতে বাংলাদেশ। এই অর্জনকে পুরো ম্যানেজমেন্টের কৃতিত্ব হিসেবে দেখতে চান সাবেক এই ক্রিকেটার,  'কোচিং স্টাফরা আছে-যেকোনো সময়ে, ভালো হোক বা খারাপ, আমাদের কিন্তু ওই ছন্দ রেখেই চলতে হয়। আমি খুবই গর্বিত আমাদের ম্যানেজম্যান্ট যারা ছিল, বিশেষ করে দেশি অনেকে ছিল। কৃতিত্বটা তাদের সবারও।'

দেশে ফেরা বাংলাদেশ দলের বিশ্রামের সুযোগ নেই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে গেছে পাকিস্তান। ২০ জুলাই মিরপুরে শুরু হবে সিরিজ। এবার এই সিরিজের জন্য প্রস্তুত হবেন লিটনরা।

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

1h ago