শাকিব খানের চেহারায় ক্লান্তি, মুখজুড়ে কষ্টের ছাপ

আজ হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শাকিব খানের একগুচ্ছ ছবি। ছড়িয়ে পড়া এই ছবিগুলো রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমার। ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খানের চেহারায় ক্লান্তি, মুখজুড়ে কষ্টের ছাপ।

শাকিব খানের এই স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দি করেছেন ফারহান রোমান।
ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, 'একজন ফটোগ্রাফারের ছবি তখনই সার্থক হয় যখন তার ছবি কথা বলে। আর একজন ফটোগ্রাফারের ক্যারিয়ার তখন সার্থক হয় যখন ছবির মানুষটি হন শাকিব খান। যিনি সমস্ত আবেগ দিয়ে ছবিটাকে কথা বলান।'

ঈদে মাল্টিপ্লেক্সে ২৮টি শো দিয়ে যাত্রা শুরু হয় 'তাণ্ডব' সিনেমার। এ ছাড়া শতাধিক সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে মাল্টিপ্লেক্সে চলছে এটি।
এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত।
Comments