ফেনী সীমান্তে ‘মাছ ধরতে গিয়ে’ বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আহত ১

Border Killing.jpg
ফাইল ছবি

ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত এবং অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। 

গতরাত ১২টার দিকে পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত মো. মিল্লাত হোসেন বাঁশপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। আহত মো. আফছার একই গ্রামের মৃত এয়ার আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, গতরাতে সীমান্তের কৃষি জমিতে মাছ ধরতে যান মিল্লাত ও আফছার। এসময় সীমান্তের ২১৬৪ নম্বর পিলারের কাছ থেকে ভারতীয় বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের আমজাদনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন মিল্লাত ও আফছার। স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১টার দিকে তাদের ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গুরুতর আহত আফছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, মিল্লাতের শরীরে দুটি ও আফছারের শরীরে একটি গুলি বিদ্ধ হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাকিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ বিষয়ে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, 'তারা সীমান্তের ক্রসলাইন অতিক্রম করে ভারতে ঢুকে পড়েছিলেন।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

2h ago