দর্শকের সঙ্গে তর্কে জড়ানোর ব্যাখ্যা দিলেন নেইমার

ব্রাজিলের শীর্ষ লিগে ইন্তারনাসিওনালের কাছে সান্তোসের হারের পর ফের আলোচনার কেন্দ্রে এসেছেন নেইমার। তবে খেলার বাইরের একটি ঘটনায়। আর তা ইতিবাচক কিছু নয়। গ্যালারির কাছে গিয়ে সান্তোসের এক ভক্তের সঙ্গে তর্কে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে যায় সান্তোস। শেষদিকে তারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সফল হয়নি। ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আলভারো বারিয়ালের গোলে ব্যবধান কমায় দলটি। এরপর শেষ বাঁশি বাজার মিনিটে দুয়েক আগে নেইমারের শট পোস্টে লেগে জালে ঢোকার খুব কাছেই ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে প্রতিপক্ষের গোলরক্ষক সার্জিও রোচেত ঝাঁপিয়ে পড়ে গোললাইন থেকে বল গ্লাভসে জমান।
নেইমার ভেবেছিলেন, গোল হয়ে গেছে। তাই দলকে সমতায় ফেরানোর আনন্দে বুনো উদযাপনে মেতে ওঠেন তিনি। এমনকি লাথি মেরে ভেঙে ফেলেন কর্নার ফ্ল্যাগ। তবে রেফারির সিদ্ধান্ত, বল গোললাইন অতিক্রম করেনি। নেইমার সেটার প্রতিবাদ জানালেও লাভ হয়নি।
কিছুক্ষণ পর বেজে ওঠে খেলা শেষের বাঁশি। এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে উপস্থিত এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন নেইমারের। পরে সতীর্থ গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজিয়াও তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
এরপর ইন্সটাগ্রামে নিজের আচরণের ব্যাখায় নেইমার লিখেছেন, তাকে অন্যায্যভাবে গালিগালাজ করা হয়েছিল, 'উত্তেজনার মুহূর্তে অন্যায়ভাবে অপমান করা হলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন। মাঠের ভেতরে আমার সমালোচনা করা হলে আমি কখনও ভক্তদের সঙ্গে তর্ক করব না। কারণ, আমি খারাপ খেলছি কিনা সেটা বলার অধিকার তাদের আছে। এমনকি আমাকে দুয়ো দেওয়ার পূর্ণ অধিকারও তাদের আছে!'
৩৩ বছর বয়সী ফুটবলার যোগ করেছেন, 'তারা যা করতে পারে না তা হলো আমাকে অপমান করা, যেমনটা তখন করা হয়েছিল।'
গত জানুয়ারিতে সৌদি প্রো লিগ ছেড়ে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু সাবেক ক্লাব আল হিলালে থাকার সময়ের মতো এখানেও চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। তার পারফরম্যান্সও সাদামাটা। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৫ ম্যাচ খেলতে পেরেছেন তিনি। করেছেন চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট।
ইন্তারনাসিওনালের বিপক্ষে হারে ব্রাজিলিয়ান সিরি আতে অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস। ২০টি ক্লাবের প্রতিযোগিতায় তারা আছে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে। ১৫ ম্যাচে তাদের অর্জন মাত্র ১৪ পয়েন্ট।
তবে সান্তোসের সমর্থকদের আশার বাণী শুনিয়েছেন নেইমার, 'যেদিন ভক্তরা মনে করবে, আমি আর সাহায্য করতে পারছি না বা ক্লাবের ক্ষতি করছি, সেদিন আমি সবার আগে ব্যাগ গুছিয়ে চলে যাব। সান্তোস আমার সবচেয়ে আবেগের জায়গার একটি। আর যতদিন শক্তি থাকবে, আমি এই ক্লাবের জন্য সবকিছু উজাড় করে দিব। সান্তোসের যেখানে থাকা উচিত, সেখানে পৌঁছে দেওয়ার জন্য আমি দৌড়াব, লড়াই করব, চিৎকার করব এবং প্রয়োজন হলে তর্কও করব।'
Comments