জন্মদিনে সান্তোসের হয়ে নেইমারের প্রতীক্ষিত প্রত্যাবর্তন ম্যাচ ড্র

ছোটবেলার কাব সান্তোসে ফিরে আসা নেইমারের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ম্যাচ নিয়ে ছিলো তুমুল আগ্রহ। লম্বা সময় চোট কাটিয়ে খেলার ফেরা ব্রাজিলিয়ান তারকা মাঠে নামেন বিরতির পর। দু-একটি ঝলক দেখালেও এদিন আহামরি কিছু করতে পারেননি, দলও ম্যাচ জেতেনি।
বুধবার ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোটফোগোর সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে ড্র করে নেইমারের ক্লাব সান্তোস।
১২ বছর আগে ক্লাবটি ছেড়ে যাওয়া স্ট্রাইকারকে ম্যাচের আগে নায়কের মতো স্বাগত জানাতে উল্লাসিত এবং অশ্রুসিক্ত ভক্তরা তাদের মোবাইল ফোন জ্বালিয়ে উল্লাসে ফেটে পড়েন। উর্বানো ক্যালডেইরা স্টেডিয়াম তখন উৎসবে মুখরিত হয়ে ওঠে।
৩৩তম জন্মদিন উদযাপন করা নেইমার প্রথম একাদশে ছিলেন না, প্রথম ৪৫ মিনিট পার করেন বেঞ্চে। বিরতির পর মাঠে নামেন যখন সান্তোস টিকুইনহো সোয়ার্সের প্রথমার্ধের পেনাল্টি গোলে এগিয়ে ছিল। তবে, ১৬ মাস পর নেমে চাপের মুখে সংগ্রাম করেন এই ফরোয়ার্ড। বার্সেলোনায় পাঁচ বছর ধরে তাকে বিশ্বের সেরাদের মধ্যে স্থান দেওয়া কিছু জাদু দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।
৬৭তম মিনিটে আলেকজান্দ্রে ডি জেসুসের গোলে বোটফোগো সমতা আনে। চার মিনিট পর ওয়ালিসন নেইমারের উপর ফাউল করার জন্য লাল কার্ড দেখেন কিন্তু সান্তোস একজন বেশি খেলোয়াড়ের সুবিধা নিতে পারেনি।
ম্যাচ শেষে নেইমার বলেন, 'যখন আপনি কোনও জিনিসকে ভালোবাসেন তখন সেই অনুভূতি প্রকাশ করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই। আমি সান্তোসকে অনেক ভালোবাসি এবং আজ মাঠে পা রাখার সময় যে অনুভূতি অনুভব করেছি তা বর্ণনা করার জন্য আমার কাছে কোনও শব্দ নেই।'
'এটা খুবই কঠিন খেলা ছিল। আমার বাবা পাশে ছিলেন, এমনকি তাকে মন্তব্য করেছিলাম যে এটা কঠিন খেলা, তারা পিছনে অনেক মার্কিং করছে, তারা এমন একটা দল যারা অনেক ডিফেন্ড করে, অনেক মারামারি করে। এবং তারা একটা বল খুঁজে পেয়ে গোল করল।'
প্যারিস সেন্ট জার্মেই থেকে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়া নেইমার উরুগুয়ের বিপক্ষে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার বাম হাঁটুতে অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন।
Comments